স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরীকে একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (বুধবার) বিকেলে তাকে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করা হয়। গত মঙ্গলবার রাতে ঢাকা বিমানবন্দর থেকে পুলিশ পারভেজ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে।
জানা গেছে, মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা গ্রামের চান্দ মিয়া চৌধুরী (রঃ) পীর সাহেবের মাজারের টাকা-পয়সা আত্মসাতের ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সুরমা গ্রামের গফুর চৌধুরীর ছেলে মোঃ ফারুক চৌধুরী বাদি হয়ে পারভেজ হোসেন চৌধুরীকে প্রধান আসামি করে গত ৭ এপ্রিল মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় পুলিশ ঢাকা বিমানবন্দর থেকে মঙ্গলবার রাতে বিএনপির নেতা পারভেজ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে।