স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে হবিগঞ্জ জজ কোর্টের বার-লাইব্রেরিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জালাল উদ্দীন খাঁন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদ, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজল আহমেদ, মাধবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আক্তার হোসেন মনির, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম মেম্বার, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির আহ্বায়ক তাজ উদ্দিন বাবুল, হবিগঞ্জ জেলা জাতীয় সেচ্ছাসেবক সভাপতি মীর জিয়াউল হক জিয়া, যুবসংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের, কৃষক পার্টি সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, সৈনিক পার্টির আবু তালেব, ছাত্র সমাজের সিলেট বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না, মাধবপুর পৌর জাতীয় পার্টির সভাপতি হাজী আবুল বাসার, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আ ক ম উস্তার মিয়া তালুকদার চেয়ারম্যান, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমরান মিয়া, বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আসাদুজ্জামান খান বিপলু, মাধবপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফকির কায়সার আহমেদ, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির সদস্য সচিব প্রভাষক লুৎফুর রহমান, জেলা মহিলা পার্টির সভাপতি মাহমুদা খানম, সহ-সভাপতি তানিয়া আক্তার, নুরজাহান বেগম চম্পা,যুবসংহতির সদস্য সচিব ওলিউর রহমান সোহাগ, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মিলাদ হোসেন সুমন, সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব রিপন আহমেদ, জাপানেতা মাষ্টার নজরুল ইসলাম, ডাঃ এম এ জলিল, আফরোজ আফগান, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি এমদাদ হোসেন, হবিবুর রহমান হবিব, দিলীপ বর্মন, সুহেল রানা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেত্ববৃন্দ। সভাপতির বক্তব্যে এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, জাতীয় পার্টি এ দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছিল। কারণ জাতীয় পার্টি সব সময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। জাতীয় পার্টিকে এগিয়ে নিতে হলে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি দীর্ঘায়ু ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এর সুস্থতা কামনায় দোয়া করে মোনাজাত করেন নবীগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক হাফেজ শেখ মিনহাজ উদ্দিন।