শনিবার, ১৭ মে ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লিফট ও এসি বিকল ॥ চরম দূর্ভোগ শহরের ইনাতাবাদে জনতার হাতে ৩ মাদক ব্যবসায়ী আটক হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও ১ জন গ্রেফতার ইন্টারনেট অপব্যবহার থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে বাহুবলে শিক্ষার্থীদের শপথ মাধবপুরের ইউপি চেয়ারম্যান মাসুদ খানকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ মালয়েশিয়ায় হবিগঞ্জের যুবকের মৃত্যু ॥ সুখের মুখ দেখার শুরুতেই না ফেরার দেশে মহিবুর হবিগঞ্জ পৌর এলাকার ৩ ওয়ার্ডে লোডশেডিং ॥ জনদূর্ভোগ চরমে শ্মশানঘাটের পশ্চিমে বাইপাস পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কারাগার থেকে থানায় নিয়ে যাওয়া রিমান্ডের আসামি অসুস্থ নবীগঞ্জে টাকা ছিনতাইকালে জনতার হাতে ২ যুবক আটক ॥ পুলিশে হস্তান্তর করেননি সাবেক কাউন্সিলার!

বানিয়াচঙ্গে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • আপডেট টাইম শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২২১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময় ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য আয়োজনে শুক্রবার (১০ মার্চ) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে ও ব্র্যাকের সহযোগীতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১ টায় সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান’র নেতৃত্বে একটি র‌্যালী উপজেলা চত্ত্বর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রতি বছরই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। প্রায় সারা বছরই আমাদেন কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। সঠিক সময়ে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা গেলে এসব দুর্যোগের ঝুঁকি হ্রাস করে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি আরো বলেন, গ্রাামীণ অবকাঠামো সংস্কার ও মেরামত এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্রমবর্ধমান হারে গৃহীত প্রকল্প, গ্রামীণ রাস্তায় ১৫ মি. দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য যন্ত্রপাতি ক্রয় করেছে বর্তমান সরকার। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ১১নং মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান আহাদ মিয়া, ৬নং কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, ফায়ার সার্ভিস কর্মকর্তা নব কুমার সিংহ, ব্র্যাকের কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। অগ্নিকান্ডে ও পানিতে ডুবে মৃত্যুবরণ কারী ৩ জনকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস থেকে চেক প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে উপজেলা পরিষদ মাঠে ফায়ার সার্ভিস সদস্যদের অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com