শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

অনন্তপুরে বিএনপির উঠান বৈঠকে জি কে গউছ ॥ আওয়ামীলীগ ভোটাধিকার হরণ করে বাকশাল কায়েম করেছে

  • আপডেট টাইম শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে আজ আমাদের ভোটাধিকার নেই। আওয়ামীলীগ ভোটাধিকার হরণ করে গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করেছে। কিন্তু পৃথিবীর কোনো স্বৈরশাসক জোর করে আজীবন ক্ষমতায় থাকতে পারেনি, মানুষের ভোটের অধিকার হরণ করে শেখ হাসিনাও আর ক্ষমতায় থাকতে পারবেন না। মানুষ এখন বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। মানুষ চায় একটি গ্রহনযোগ্য, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন। আর সুষ্ঠ নির্বাচন করতে হলে প্রয়োজন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার। বিনাভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোন সুষ্ঠ নির্বাচন হয়নি, হবেও না। তাই শেখ হাসিনার অধীনে বিএনপি কোন নির্বাচনে অংশ গ্রহন করবে না। বিএনপিকে ছাড়া বাংলাদেশে আর কোন নির্বাচন শেখ হাসিনাকে করতেও দেয়া হবে না। তিনি গতকাল শুক্রবার রাতে হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠকে এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবীতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলকাছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট শামছু মিয়া চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সদস্য এম জি মোহিত, মহিবুল ইসলাম শাহীন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সরদার মোঃ নুরুল ইসলাম, মর্তুজা আহমেদ রিপন, নাজমুল হোসেন বাচ্চু, আব্দুল মতিন সরদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, এডভোকেট গুলজার খান, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, আবুল কালাম মাষ্টার, আতর আলী, শামছু মিয়া, কাজল আহমেদ, আলী আহমেদ, আমজদ মেম্বার, শাহ গাজী রিপন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিমু চৌধুরী, আমিনা খাতুন, দেওয়ান মুহাইমিন চৌধুরী ফুয়াদ, বিএনপি নেতা লিটন আহমেদ, এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, রবিউল আলম রবি, মালেক শাহ, আক্কাস আলী, রুহুল আমিন, শাহ মুশলিম, ইলিয়াছ আহমেদ ওয়াহিদ, রায়েদ চৌধুরী রিংকু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহবুব ও আল আমিন তালুকদার, ইলিয়াছ আলী তালুকদার, আরিফ আহমেদ, সৈয়দ আশরাফ আহমেদ, আব্দুল কাইয়ুম, মিনারা খাতুন রুমিন, আল আমিন, শাহিনুর আক্তার, মোশাররফ হোসেন রনি, মোজাক্কির হোসেন ইমন, শাহ মুবিন, এমরান আহমেদ প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com