বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

দৈনিক বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক রতনকে প্রাণনাশের চেষ্টার ঘটনায় হবিগঞ্জ প্রেসক্লাবের নিন্দা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক বিজয়ের প্রতিধ্বনি সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতনকে প্রাণনাশের চেষ্টার ঘটনায় হবিগঞ্জ প্রেসক্লাব তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনতায়নে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ সভায় এ ক্ষোভ প্রকাশ করা হয়। এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী ও চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, শাহ ফখরুজ্জামান, চ্যানেল এসএর প্রতিনিধি সৈয়দ মোফাজ্জল সাদাত মুক্তা, ইনডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, মানবকণ্ঠ প্রতিনিধি শরীফ চৌধুরী, ঢাকা টাইমস এর স্টাফ রিপোর্টার আবু হাসিব খান চৌধুরী পাবেল, এশিয়ান টিভি প্রতিনিধি এসএম সুরুজ আলী, বাংলাদেশ খবর প্রতিনিধি ফয়সল চৌধুরী, স্বদেশ বার্তার নির্বাহী সম্পাদক মুজিবুর রহমান, দৈনিক আজকালের খবরের প্রতিনিধি সুকান্ত গোপ, বৈশাখি টিভি প্রতিনিধি সাইফুর রহমান তারেক, গ্লোবাল টিভি প্রতিনিধি এমএ আজিজ সেলিম, ঢাকা পোষ্ট প্রতিনিধি আজহারুল ইসলাম মুরাদ, সাপ্তাহিক সময়ের সত্যের সংবাদ সম্পাদক মোহাম্মদ নায়েব হোসাইন প্রমুখ। উল্লেখ্য, গত শুক্রবার আনিসুজ্জামান চৌধুরী রতনকে ইমামবাড়ি বাজারে আয়মান স্টোর নামে এক দোকানে একদল দুর্বৃত্ত তার উপর হামলার চেষ্টা চালায়। ঘটনার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি প্রসিকিউশন করে আদালতে প্রেরণ করলে আদালত তা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানাকে নির্দেশ দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com