স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- সরকারী দলের নেতাদের লাগামহীন দূর্নীতির কারনেই বাজার নিয়ন্ত্রনহীন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। সরকারের দায়িত্ব জ্ঞানহীন কর্মকান্ড আর অবৈধ আওয়ামী সিন্ডিকেটের কারনে জিনিসপত্রের দাম বাড়ছে। এই অবস্থায় স্বল্প আয়ের মানুষকে তাদের সংসার চালাতে হিমশীম খেতে হচ্ছে। রমজান মাস আমাদের সামনে কড়া নাড়ছে। এই অবস্থায় মানুষের চিন্তার শেষ নেই। কিন্তু দেশের মানুষের প্রতি বিনা ভোটের সরকারের কোনো দায় নেই। তিনি গতকাল শনিবার বিকালে লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়ন বিএনপির উঠান বৈঠকে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এবং উপজেলার যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান চৌধুরীর সাচ্চুর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন মুড়িয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, বিএনপি নেতা আবু লাল, কাজী জুলহাস, সোলেমান মিয়া, আব্দুল ওয়াহাব, মোহাম্মদ আলী, ডাঃ শফিকুল, মহিবুল হাসান, ডাঃ তোফাজ্জুল, আব্দুর রহিম, বর্জু মিয়া, ইলিয়াছ মিয়া, কদম আলী, ইনসান ভুইয়া, নাজিম উদ্দিন, হেলাল চৌধুরী, ফরাস উদ্দিন, জিয়াউর রহমান, অলিউর রহমান, ফারুক মিয়া, মখলিছ মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুব আলম মালু, যুগ্ম আহ্বায়ক তাউস আহমেদ, নুরুল আমিন চৌধুরী, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, মোতাক্কির, কাজল আহমেদ, সোহেল রানা, রহমত উল্লা, আক্কাস, মাসুম, সেনু, নুর আলম, জামাল, পারভেজ, লাভলু, মোতালিব, মিশন মান্না, শাহ আহমদ মোল্লা, রমজান, জুবায়ের, কামাল, নিপু, কাদির, জাকারিয়া, মুন্না, রাজিব, ফয়সল, মুজিব, মাসুম বিল্লাহ, আশিক, গিয়াস উদ্দিন, মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিয়া মোঃ লায়েস, যুগ্ম আহ্বায়ক শরিফুল আলম বাদশা, ফরিদ মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আহমেদ আজম, যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাকিব আহমেদ, শরীফ আহমেদ, সাজিদুর আহমেদ, দস্তগীর তালুকদার, শেখ শাকিল, শাহরিয়ার আহমেদ প্রমুখ।