স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগের প্রাক্তন বিভাগীয় কমিশনার, যুগ্ম সচিব ও হবিগঞ্জ নাগরিক কমিটির আজীবন সদস্য ফজলুর রহমান, আজীবন সদস্য বাংলাদেশ পুলিশের ডিআইজি (অবঃ) সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী তকাম্মুল হোসেন কামাল ও বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলামের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হবিগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ। সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম। বক্তব্য রাখেন প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুজ জাহের, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ডাঃ জমির আলী, মোহাম্মদ আলী মমিন, অ্যাডভোকেট মুরলী ধর দাশ, অধ্যক্ষ আলী আজগর, আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, আব্দুল মোতালিব মমরাজ, অ্যাডভোকেট মনমোহন দেবনাথ, আব্দুল হক, আমজাদ হোসেন চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন ফজলুল করিম। গীতা পাঠ করেন অ্যাডভোকেট অপরেশ। সভায় বক্তারা বলেন- মরহুম ওই ৪ ব্যক্তি ছিলেন হবিগঞ্জের অত্যন্ত ভালো মানুষ। তাদের ভালো কর্মের জন্য হবিগঞ্জবাসী তাদেরকে আজীবন স্মরণ করবে। শোক সভায় তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়। শেষে সকলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হবিগঞ্জ পৌরসভা বাজার জামে মসজিদের খতিব মাওয়ানা ফরিদ উদ্দিন মাসউদ।