এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে প্রবাসীদের নতুন ভোটার হতে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন। প্রতিদিন বিপুল পরিমাণ প্রবাসীরা অনলাইনে আবেদনপত্র পুরণ করে নির্বাচন কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ধর্ণা দিলেও নির্বাচন অফিসার নানা অজুহাতে ভোটার করছেন না। তিনি প্রবাসীদের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমোদন আনার জন্য বলেন। ফলে চরম বিপাকে প্রবাসীরা।
সুত্রে জানা যায়, প্রবাসী অধ্যাষুত নবীগঞ্জ উপজেলার প্রবাসী লোকজন শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে দেশে আসছেন। তারা অনেকেই ভোটার না হওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করে উপজেলা নির্বাচন অফিসে ধর্ণা দিচ্ছেন। কিন্তু উপজেলা নির্বাচন অফিসার মোঃ বুলবুল আহম্মদ প্রবাসীদের ভোটার হতে হলে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমোদনপত্র আনার জন্য বলেন। অন্যতায় ভোটার করা যাবে না। ফলে স্বল্প সময়ের জন্য বেড়াতে আসা প্রবাসীরা নতুন ভোটার হতে চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন। ভোটার হতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয় ঢাকাতে যাওয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে দাড়িয়েছে। ফলে ভোটার হতে না পেরে হতাশা নিয়ে কেউ কেউ আবার প্রবাসে ফিরে যাচ্ছেন। আবার কেউ কেউ নির্বাচন অফিসে ভীড় করছেন। কিন্তু কোন সুরাহা পাচ্ছেন না। এ ব্যাপারে ভোটার হতে আসা প্রবাসীরা বলেন, দেশের অর্থনৈতিক অঙ্গনে প্রবাসীরা অগ্রনী ভুমিকা রেখে আসছেন। কিন্তু প্রবাসে দেশে আসলে তাদের মৌলিক অধিকার গুলো আদায় করতে অনেক হিমশিম খেতে হয়। সরকারের দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা প্রবাসীদের কাজে কোন গুরুত্ব দিতে চান না। নিজের মাতৃভুমিতে ভোটার হবো, তারও উপায় নেই।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মোঃ বুলবুল আহম্মদ বলেন, সরকার প্রজ্ঞাপন জারি করেছেন যে, প্রবাসী ভোটারদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমোদন লাগবে। এ ক্ষেত্রে তাদের কিছু করার নেই।
খোজঁ নিয়ে জানাগেছে, ১৫/২০ দিন পুর্বেও তৎকালীন নির্বাচন অফিসার প্রবাসীদের নতুন ভোটার করেছেন। কিন্তু বর্তমান নির্বাচন অফিসার যোগদানের পর থেকে এই জটিলতা শুরু হয়েছে। এতে প্রবাসীদের মাঝে চরম হতাশা ও উৎকন্ঠা বিরাজ করছে। কেউ কউ ছুটির মেয়াদ শেষ হওয়ায় ভোটার না হয়েই প্রবাসে ফিরে যাচ্ছেন। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি দেয়া প্রয়োজন বলে দাবী উঠেছে।