নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিশ্বকাপ ফুটবল খেলার ফাইনাল ২০২২ পর্বে আর্জেন্টিনা চ্যাম্পিয়ান হওয়ায় ২১ ডিসেম্বর বুধবার রাত ৮ টায় নবীগঞ্জে আমরা আর্জেন্টিনার সমর্থক ফোরাম নবীগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে ওসমানী রোডস্থ নাইস চায়নিজ রেষ্টুরেন্টে এক আনন্দভোজনের আয়োজন করা হয়। আমরা আর্জেন্টিনা নবীগঞ্জ উপজেলা সমর্থক কমিটির সভাপতি সাইফুল জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেেেল সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন দেলোয়ার, নবীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, প্রকল্প জীবিকায়ন অফিসার শাকিল আহমদ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, নবীগঞ্জ আমরা আর্জেন্টিনার সমর্থক ফোরামের যুগ্ম সম্পাদক আশফাক উদজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শিক্ষক মোঃ রুবেল মিয়া। উপস্থিত ছিলেন, আমরা আর্জেন্টিনার সমর্থক ফোরামের সহ-সভাপতি ফখরুল আহসান চৌধুরী, পবিত্র বনিক, মোঃ সেলিম তালুকদার, মুক্তধারা চ্যানেল প্রতিনিধি মোজাহিদ আলম, অঞ্জন পুরকায়স্থ, বিমল পাল, মোঃ আব্দুল কাদির, মুহিবুর রহমান চৌধুরী, শিক্ষক মহিনুর রহমান, মোঃ শামীম আহমদ, অনজিত রায়, অরুন রায়, সাংবাদিক এম মুজিবর রহমান, মুরাদ আহমদ, হাবিবুর রহমান চৌধুরী শামীম, তৌহিদ চৌধুরী,অঞ্জন রায়, ওহি দেওয়ান টৌধুরী, শিক্ষক আমিনুল ইসলাম, অধ্যক্ষ কাঞ্চন বনিক, বিপুল দাশ, পত্রিকা এজেন্ট মোশাহিদ মিয়া, নিতেশ দাশ, শ্যামল পাল, অজিত সরকার, বিভাস রায়, জবেদ ইকবাল তালুকদার, সেলিম উদ্দিন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, চলতি বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা চমৎকার প্রতিযোগিতা মূলক খেলায় চ্যাম্পিয়ান হওয়ার গৌরভ সত্যিই প্রশংসার দাবি রাখে। খেলাধুলা প্রিয় মানুষেরা সবাই মুক্ত মনের অধিকারী হয়। তাই আগামীতে নতুন প্রজন্মের মানুষের কাছে ফুটবল খেলা আরও জনপ্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস।