প্রেস বিজ্ঞপ্তি ॥ বেসরকারী সংস্থা আশা-হবিগঞ্জ জেলার আসামপাড়া ব্রাঞ্চে তিন দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার ১নং গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ফিজিওথেরাপি ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক জনাব আশীষ রঞ্জন ধর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সমীরন চন্দ্র রায়, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার উপস্থিত ছিলেন। ব্রাঞ্চ ম্যানেজার মোঃ হুমায়ুন কবির, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মিহির দেব সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তৃতায় আশার সামাজিক কার্যক্রমের ভুয়সী প্রসংশা করেন এবং গাজীপুর ইউনিয়নে একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের জন্য অনুরোধ রাখেন। ক্যাম্পের ১ম দিনে ৪৫জন রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।