রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় ॥ নবীগঞ্জে বিএনপি নেতা মুজিবুর রহমান শেফু ও আব্দুল আলীম ইয়াছিনী বহিষ্কার বিপুল সম্পদের মালিক হবিগঞ্জ মাতৃমঙ্গলের আয়া চন্দনা সরকার মাধবপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত বড় লোকদের জন্য কত সহজ আইন ! শহরে বিদ্যুতের ভেলকিবাজি ঘন্টার পর ঘন্টা থাকে না বিদ্যুত শহরের যানজট নিরসন ও অটোরিক্সাগুলোকে শৃংখলার মধ্যে আনতে কাজ করছে পৌরসভা শহরের বেবিষ্ট্যান্ড থেকে দুই ছিনতাইকারী আটক চুনারুঘাটে পূর্ব বিরোধের জের ধরে হামলায় নারীসহ আহত ৫ নবীগঞ্জে বয়োবৃদ্ধ দম্পত্তিকে দলবেঁধে পিটিয়ে জখম ॥ আহত নারীর মাথার খুলি ফেটে গেছে হবিগঞ্জ শহরে দীর্ঘদিন পর স্বস্তির বৃষ্টি ॥ শহরবাসীর মাঝে উল্লাস

কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সংবর্ধিত

  • আপডেট টাইম সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভারত গমন উপলক্ষে বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখা কর্তৃক কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সংবর্ধনা প্রদান করা হয়েছেন। গত ৯ ডিসেম্বর সকাল ১০ টায় সিলেট হাসনরাজা মিউজিয়ামে তাকে এ সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলার মুখ সম্পাদক কবি নিপু মল্লিক। পরিষদের সভাপতি গীতিকবি উত্তম কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গল্পকার শহিদুল ইসলাম লিটনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেঠোসুর সম্পাদক বিমান তালুকদার, বাউল শিল্পী লাল শাহ, ঢাকা থেকে আগত কবি রঞ্জিত রাজীব ও কবি দিপংকর মারডুক। বক্তব্য রাখেন হাসনরাজা মিউজিয়াম’র কর্মকর্তা জাহাঙ্গীর আহমেদ, কবি অনির্বাণ দে, বাহা উদ্দিন বাহার প্রমুখ। উল্লেখ্য, শূন্য দশকের তরুণ কবিদের অন্যতম পৃথ্বীশ চক্রবর্ত্তী। তিনি একজন শিশুসাহিত্যিকও বটে। পৃথ্বীশ চক্রবর্ত্তী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকায় ৮ নভেম্বর ১৯৮১ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। শ্রীযুক্ত প্রণয়ভূষণ চক্রবর্ত্তী (মিন্টু পণ্ডিত) ও শ্রীযুক্তা সুপ্রীতি চক্রবর্ত্তীর তিন সন্তানের মধ্যে তিনি জেষ্ঠ্য। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তিনি বি.এসসি অনার্স, এম.এসসি (প্রাণিবিদ্যা) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন। তিনি বর্তমানে নবীগঞ্জ পৌরসভায় কর্মরত। এ পর্যন্ত তাঁর ১৩টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থগুলো হল: ‘উদয়বাণী’ (কবিতা, ১৯৯৭), ‘নোনাজলের বৃষ্টি ‘(কবিতা, ২০১৩), ‘বৃষ্টি পড়ে তিথির বাড়ি’ (শিশু-কিশোর ছড়া, ২০১৩), ‘দুর্গম পথের যাত্রী’ (কবিতা, ২০১৬), ‘পড়শি আসে ভাষার মাসে’ (শিশু কিশোর ছড়া-কবিতা, ২০১৭), ‘ছন্দ ঝরে বন্ধ ঘরে’ (বড়দের ছড়ার বই/২০১৮) ‘বিষটি ঝরে তিমা পড়ে’ (শিশুতোষ ছড়ার বই/২০১৮), ‘রোজার শেষে ঈদের মজা’ (শিশুতোষ ছড়ার বই/২০১৮) ‘ঋতুর সাজে বাংলা মা যে’ (শিশুতোষ ছড়ার বই/২০১৯) এসএমএস কাব্য (অণুকাব্য গ্রন্থ /২০২০), ‘স্বাধীনতা এসেছিল শেখ মুজিবের হাতে’ (শিশুতোষ ছড়াগ্রন্থ/২০২১) সর্বশেষ প্রতিভা প্রকাশ থেকে ‘হাসির আওয়াজ শোনা যায়’ (গল্প/২০২২), ও শব্দ কথা প্রকাশন থেকে ‘প্রিয় মুজিবুর’ (শিশুতোষ ছড়া/২০২২)। লেখালেখির পাশাপাশি তিনি ‘ভাসানী স্মৃতি পুরস্কার-২০১৪’ ‘পল্লীকবি জসীম উদ্দিন পুরস্কার /২০১৮ সহ আরও অনেক পুরস্কার পেয়েছেন। তিনি ‘শতবর্ষে বঙ্গবন্ধু’, ‘সিলেটে রবীন্দ্রনাথ’, দুর্বার, বাংলাভাষা সূর্যোদয়, প্রজ্বলন, জয়ন্তী, -সহ বেশকটি সাহিত্য ম্যাগাজিন ও পত্রিকা সম্পাদনা করেছেন। সংগঠক হিসেবেও রয়েছে তাঁর যথেষ্ট সুনাম। তিনি বর্তমানে বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com