স্টাফ রিপোর্টার ॥ মাদ্রাসা শিক্ষার স্বতস্ত্র পাঠ্যসুচি ও পাঠ্য বই, মুল বিষয় ঠিক রেখে দাখিল পরীক্ষায় ১০০০ নম্বর নির্ধারণ, বেসরকারি শিক্ষক-কর্মচারীগণের চাকুরী জাতীয়করণ, ইবতেদায়ী মাদরাসা স্বতন্ত্র ও সংযুক্ত শিক্ষকদের বেতন/ভাতা প্রদান, ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি, ২০১৮ সালে প্রণিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা শতভাগ বাস্তবায়ন এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মঞ্জুরীর ১৪ বছরের অচলাবস্থার অবসান, মহিলা কোটা শিথিল, অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদে আরবী প্রভাষকদের জন্য উন্মুক্ত রাখা, কামিল পাশ সহকারী মৌলভীদের উচ্চতর স্কেল, মাদ্রাসা শিক্ষকদের জন্য বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, মাদরাসার অনার্স স্তরের জন্য শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত, দুই হাজার শিক্ষকের কর্তনকৃত ইনক্রিমেন্ট অনতি বিলম্বে বকেয়াসহ প্রদান সহ ১৩ দফা দাবীতে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জমিয়াতুল মোদার্রেছীন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আলী মোহাম্মদ চৌধুরীর পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন একে আফসার তালুকদার, মাস্টার মোঃ মাসুক মিয়া, তাহের সিদ্দিকী, সিদ্দিকুর রহমান, রফিকুল ইসলাম, উসমান গণি, শাহ মোঃ আব্দুল হান্নান, মোহাম্মদ খাইরুদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা জমিয়াতুল মোদার্রেছীন নেতৃবৃন্দ ও দেশবরেণ্য আলেম ওলামাদের সমন্বয়ে একটি যুগোপযোগি শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক তৈরি করার জন্য জোর দাবী জানান।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবরে ১৩ দফা দাবী সম্বলিত স্মারকলিপি জমিয়াতুল মোদার্রেছীন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা ফারুক আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আলী মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের নিকট প্রদান করা হয়।