বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

নবীগঞ্জে ভূমি নিয়ে জালিয়াতির মামলা \ পাল্টাপাল্টি অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জে ভূমি জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মামলার বাদী ও বিবাদী নিয়েকে ধু¤্র্রজাল সৃষ্টি হয়েছে।
জালিয়াতির মাধ্যমে রেজিষ্ট্রি সম্পাদনের অভিযোগে হাইতুন্দি গ্রামের ব্যবসায়ি ছায়েদ মিয়া ও ডিড রাইটার রুকুম আলীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন দেবপাড়া ইউপির বৈঠাখাল গ্রামের মৃত হচরত আলীর পুত্র আবদুল জলিল। মামলায় প্রধান আসামি ছায়েদ মিয়ার অভিযোগ ডিড রাইটার আব্দুল মুহিতের সহযোগিতায় তাকে ক্রয়কৃত ভূমি জালিয়াতির মাধ্যমে রেজিষ্ট্রি করে দিয়ে উল্টো মামলা করেন জলিল মিয়া। অনৈতিক দাবির টাকা না দেয়ায় এ মামলা দায়ের করা হয়েছে। প্রকৃতপক্ষে কথিত রেকর্ড ছাড়া মালিকানা সংক্রান্ত দলিল না থাকায় প্রতারণার আশ্রয় নেন জলিল মিয়া। এ নিয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
মামলা ও পুলিশ সূত্র জানায়, উপজেলার দক্ষিণ হোসেনপুর মৌজার খতিয়ান নং- ১৮০ এস.এ. দাগ নং- ৮৯৮ এর ২৭ শতক ভূমি গত বছরের ১৭ নভেম্বর রেজিষ্ট্রি সম্পন্ন হয়। জলিল মিয়ার নিকট থেকে রেজিষ্ট্রি করেন ছায়েদ মিয়া। এতে ভোটার আইডি, দলিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। এ নিয়ে থানায় মামলা হয়। মামলায় ক্যান্সার আক্রান্ত সামছু মিয়াকেও আসামি করা হয়। এ নিয়ে ডিড রাইটার রুকুম আলী চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, তার উস্তাদ ডিড রাইটার আব্দুল মুহিত মিয়া কথিত বিক্রেতা জলিল মিয়ার নিকট থেকে অনৈতিক সুবিধা নিয়ে দলিল সম্পাদন করেন। কৌশলে নবীন ডিড রাইটার হিসেবে রুকুম আলীর স্বাক্ষর নেন। ভূয়া দলিল এবং ডকুমেন্টস তৈরি করেন। প্রকৃত অর্থে রেকর্ড মালিকানা দাবিদার জলিল মিয়ার মালিকানা সংক্রান্ত দলিল নেই। রেকর্ড মালিকানা বিক্রয় করতে গিয়ে তিনি মিথ্যা মামলা দায়ের করেন।
জালিয়াতির নেপথ্যে থাকা ডিড রাইটার আব্দুল মুহিত মিয়া বলেন, রুকুম আলীর বসার কোন টেবিল না থাকায় আমার পাশে বসে কাজ কর্ম করে। নিজের জালিয়াতি আড়াল করতে গিয়ে অহেতুক আমাকে অভিযুক্ত করছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু সাইদ বলেন, জালিয়াতির প্রাথমিক তথ্য সনাক্ত হয়েছে। অধিকতর তদন্তে প্রকৃত সত্য উদঘাটন হবে।
মামলার বাদী জলিল মিয়া সহোদর দেবপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম কালাম বলেন, প্রত্যেকটি জালিয়াতির ঘটনাই চাঞ্চল্যকর।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com