স্টাফ রিপোর্টার ॥ গতকাল হবিগঞ্জ শিরিষতলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান সফিকুল বারী আউয়াল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স প্রেসিডেন্ট ও হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান শামীম। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের যুব প্রধান আশীষ কুমার কুরি। এছাড়াও উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী সদস্য সফিকুজ্জামান হিরাজ, হবিগঞ্জ ক্রিড়া সংস্থার বিএফএ এর সভাপতি আব্দুর রহমান, সমাজসেবক বিপ্লব রায় চোধুরী, সাবেক যুব প্রধান পংকজ কান্তি দাশ, যুব সমাজকর্মী সাইদুর রহমান, সমাজকর্মী আরিফ বাপ্পি সহ হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবক বৃন্দ। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, মানব সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। যেকোন দুর্যোগ রেড ক্রিসেন্ট সর্বপ্রথম মানব সেবায় এগিয়ে আসে। এবারের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য প্রদানকালে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, আকস্মিক এই বন্যায় রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের পক্ষে আমরা দ্রুত সাড়া প্রদান করে হবিগঞ্জের বন্যা প্লাবিত বিভিন্ন উপজেলায় ত্রান সামগ্রী পৌঁছে দেই।