মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

নবীগঞ্জে গ্যাস সংকটের অজুহাতে সিএনজি ভাড়া দ্বিগুন ॥ চরম বিপাকে সাধারণ মানুষ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৯৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ গ্যাস সংকটের অজুহাতে নবীগঞ্জের বিভিন্ন সড়কে বাড়ানো হয়েছে সিএনজি অটোরিকাশা ভাড়া। নবীগঞ্জ সিএনজি স্টেশন থেকে হবিগঞ্জ সড়কে আগের ভাড়ার চেয়ে ৪০/৫০ টাকা করে বেশি নেয়া হচ্ছে। ওই সড়কে আগে ছিল ৫০ টাকা। এখন নেয়া হচ্ছে ৮০/১০০ টাকা। নবীগঞ্জ থেকে বানিয়াচঙ্গে নেয়া হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা ভাড়া। নবীগঞ্জ মাকুর্লী সড়কেও ভাড়া বাড়ানো হয়েছে ৩০ থেকে ৪০ টাকা। একই অবস্থা নবীগঞ্জ-আউশকান্দি, নবীগঞ্জ ইনাতগঞ্জ সড়কে। ফলে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে প্রতিনিয়ত যাত্রীদের সাথে চালকদের ঝগড়া হচ্ছে। অনেক যাত্রী পরিবহন শ্রমিকদের হাতে নাজেহালও হচ্ছেন। বিদুৎ সাশ্রয়ে সরকার সপ্তাহে ১ দিন পেট্টোল পাম্প বন্ধ রাখার নির্দেশ দেয়। তার অজুহাতে গ্যাস সংকট দেখিয়ে হুট করেই কাউকে কিছু না বলে সিএনজি অটোরিকশাতে ২০/৩০ টাকা করে ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে। এ ক্ষেত্রে সমিতির পক্ষ থেকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন যাত্রীরা। সিএনজি চালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া নিয়ে ক্ষোভের অন্ত নেই সাধারণ যাত্রীদের। যাত্রীরা অভিযোগ তুললেও পরিবহন সিন্ডিকেটের কাছে অসহায় যাত্রীরা। এই অবস্থায় সিএনজি পরিবহন চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছেন যাত্রীরা। সরেজমিনে দেখা যায়, বানিয়াচং আগে ছিল ৫০ টাকা, এখন ৬০/৭০ টাকা, হবিগঞ্জ ছিল ৫০ টাকা এখন ৮০/১০০ টাকা, মাকুর্লী ছিল ৮০ টাকা এখন ১২০ টাকা, সোনাপুর ৫০ টাকা, এখন ৮০ টাকা, আউশকান্দি ২০ টাকা, এখন ৪০ টাকা করে। তবে চালকরা বিষয়টি স্বীকার করে জানান, সারাদিন লাইনে দাড়িয়েও গ্যাস পাওয়া যায়না। এ ছাড়া গ্যাস সংকটের কারণে জেলার বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। ফলে এলপি গ্যাস দিয়ে চালানো হচ্ছে সিএনজি। এছাড়া মাকুর্লী রাস্তা চরম ভাঙ্গা। ঝুকিঁ নিয়ে চালাতে হয় সিএনজি। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আর্কষন করছেন যাত্রী সাধারণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com