স্টাফ রিপোটার্র ॥ হবিগঞ্জ শহরতলী পশ্চিম এড়ালিয়া গ্রাম হবিগঞ্জ শহরতলী পশ্চিম এড়ালিয়া গ্রাম থেকে বিল্লাল মিয়া (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রবিবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে স্থানীয়রা গ্রামের পাশে একটি ফিশারি পাড়ে গাছের সাথে ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে। সে ওই গ্রামের আব্দুল হাসিম মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার এসআই শনক কান্তি দাস।