শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সাদিয়া আজিজ ফাউন্ডেশন এর উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় শায়েস্তাগঞ্জের ধানসিঁড়ি রেস্তোরাঁয় সাদিয়া আজিজ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোছাঃ হালিমা সাদিয়া এবং ফাউন্ডেশন এর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রনি আহমেদ এর পরিচালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম ও তানসুভা শামীম ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শেখ জয়নাল আবেদিন জামাল।
এসময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মোঃ মোজাহিদ মিয়া, শাকিল আহমেদ, সদস্য মোছাঃ লাইজু আক্তার, সিমরান, রিয়াদ আলম, মাহফুজা, জিসান খান, ইমরান, আসফিয়া জাহান, সুমাইয়া মনি, সনজয়, মুবিন, সাকিব, সামিউর, তোফাজ্জল, খলিলুর রহমান প্রমূখ।
ফাউন্ডেশনের সকল সদস্যরা বিভিন্ন কলেজে অধ্যয়নরত। তারা তাদের টিফিনের টাকা বাচিয়ে পথ শিশুদের মধ্যে খাবারের আয়োজন করে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে চিকিৎসা, বাসস্থান সহ হত দরিদ্রদের মাঝে সহযোগিতা।
আগামী বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে।