মাধবপুর প্রতিনিধি ॥ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগান কে সামনে রেখে মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্তরে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই এই সাতদিন মৎস্য সপ্তাহ পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণে আলোচনা করেন মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু আসাদ ফরিদুল হক। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সিনিয়র সাংবাদিক রুকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, আইয়ুব খান, যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর কবির, হীরেশ ভট্টাচার্য, রাজীব দেব রায় রাজু, সহ-সভাপতি সুব্রত দেব, একরামুল আলম লেবুসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।