স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ ও নতুন ভোটার কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এনিয়ে প্রায়ই তথ্য সংগ্রহকারী ও ভোটার হতে আগ্রহীদের মাঝে বাকবিতন্ডার ঘটনা ঘটছে। জেলায় নয়টি উপজেলার মধ্যে প্রথম ধাপে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও বাহুবলে কাজ চলছে।
গত ৫ জুলাই থেকে বিভিন্ন তারিখে সদর উপজেলা, পৌরসভা ও শায়েস্তাগঞ্জে ভোটার হালনাগাদ ও নতুন ভোটার হতে আগ্রহীদের তথ্য সংগ্রহের কাজ চলছে। যদিও প্রথম কয়েকদিন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করলেও এখন আর কেউ তথ্য সংগ্রহ করছেন না। তথ্য সংগ্রহ না করায় আগ্রহী অনেকেই কারন জানতে চাইলে কোনো কোনো মাঠ কর্মীরা বলেন, বাড়ি এবং বাসায় গিয়ে অনেককেই খোঁজে পাওয়া যায় না। আবার অনেকেই থাকেন ব্যস্ত। তাই সহজভাবে ভোটার হতে হলে পৌরসভা কিংবা উপজেলা কার্যালয়ে যেতে হবে।
এদিকে আগামী ২১ জুলাই হবিগঞ্জ জেলার কার্যক্রম সমাপ্ত হবে বলে জানা গেছে। শায়েস্তাগঞ্জ পৌর এলাকা ঘুরে দেখা যায়, অনেক স্কুলের শিক্ষক ও শিক্ষিকা হালনাগাদ তথ্য সংগ্রহ করছেন। কিন্তু তারা আগ্রহী ভোটারদের বাসায় এবং অফিসে গিয়ে আবেদন করতে বলেন। জনপ্রতিনিধিরা জানান, সরকারের পক্ষ থেকে তাদেরকে ২১ দিনের সম্মানি দেয়া হবে। কিন্তু তারা কেন মানুষের বাসা-বাড়িতে না গিয়ে অফিসে এনে ভোটার হালনাগাদ করার কাজ করছেন এ বিষয়ে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রথম ধাপের নিবন্ধনে ১০ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে ভোটারদের ছবি ও আঙুলের ছাপ নেওয়া হবে। সদর উপজেলায় ১৯ জন সুপারভাইজার ও ৮৩ জন তথ্য সংগ্রহকারী এ কাজে নিয়োজিত রয়েছেন। বাকি দুই ধাপে জেলার ৭টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে। যাঁদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ সাল বা তার আগে তাঁরা এ হালনাগাদে ভোটার হতে পারবেন।
এদিকে সময় মতো অনেকেই ভোটার হবারের আবেদন করতে না পারায় হতাশায় ভুগছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, যদি কেউ বাদ পড়েন তাহলে উপজেলা ও পৌরসভায় এসে তাদের নিয়োজিত সুপার ভাইজার ও মাঠকর্মীদের মাধ্যমে ভোটার হওয়া যাবে। তিনি বলেন, প্রতিটি মাঠকর্মী ও তথ্য সংগ্রহকারীকে নির্দেশ দেয়া হয়েছে বাসা এবং বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার জন্য। যদি কেউ গাফিলতি করে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।