শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ পৌরসভার ৩ বছর পূর্তি অনুষ্ঠানে এমপি আবু জাহির মেয়রের সাহসী উদ্যোগের কারনেই কোটি কোটি টাকার সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে হবিগঞ্জে স্টেকহোল্ডারগনের সমন্বয়ে বিভাগীয় কমিশনারের অবহিত করণ সভা খোশ আমদেদ মাহে রমজান কদমচাল দরবার শরীফের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাখাইয়ে ডাকাতি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৬ লন্ডনস্থ নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের ইফতার মাহফিল মাধবপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশটিভির প্রতিনিধি আমির হামযার মোটর সাইকেল চুরি বানিয়াচংয়ে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার মাহফিল

বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শায়েস্তাগঞ্জ আঞ্চলিক কমিটির নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্র-১৩৫৬/৮৮ইং এর শায়েস্তাগঞ্জ আঞ্চলিক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩ বছর মেয়াদী কমিটির নির্বাচনে ওই সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ কুটিরগাঁস্থ সাবেক মন্ত্রী মরহুম এনামুল হক মোস্তফা শহীদের বাংলো বাড়িতে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হয়। সন্ধ্যায় প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী। সহকারি নির্বাচন কমিশনার ছোয়াব মিয়া ও তৈয়ব আলী। প্রিজাডিং অফিসারের দায়িত্ব পালন করেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক আব্দুল মজিদ। নির্বাচন পরিষদ করেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌর মেয়র ফরিদ আহমেদ অলি, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সেক্রেটারী শংখ শুভ্র রায়, সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান চৌধুরী রোমান, ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, পৌর কাউন্সিলর মোহন মিয়া, শায়েস্তাগঞ্জ জীপ মালিক সমিতির সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, জেলা পরিষদের প্রাক্তন সদস্য আব্দুল্লাহ সর্দার, মোঃ আব্দুল মুকিত, জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক দিয়ারিছ মিয়, সদস্য মোজাম্মেল হোসেন, আহমেদ চৌধুরী ছায়েদ, নূরুল আমিন লালন। এছাড়া নির্বাচনে দায়িত্ব পালন করেন সহকারি প্রিজাডিং অফিসার ছিলেন শহিদুর রহমান লাল।
প্রধান নির্বাচন কমিশনার সজিব আলী জানান, অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে ৪২৯ ভোটের মধ্যে ৪০৬ ভোট কাস্টিং হয়েছে। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ছাতা প্রতিক নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছে মোহাম্মদ আলী। এছাড়াও সহ-সভাপতি পদে আব্দুস ছোবহান, খলিলুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক আলী আকবর সাবাজ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মিয়া, প্রচার সম্পাদক জলফু মিয়া, কোষাধ্যক্ষ বাবুল মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম, শ্রম কল্যাণ সম্পাদক মাহফুজ মিয়া নির্বাচিত হয়েছেন। এছাড়াও কার্যকরি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল কুদ্দুছ, মোঃ দুলাল মিয়া, মোঃ খাইরুল মিয়া, মোঃ আব্দুল কাইয়ুম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com