বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে ছাত্রলীগ নেতা হেভেন হত্যাকান্ড ॥ আঞ্জব গ্রেপ্তারে তোলপাড় মামলায় নাটকীয় মোড়

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪
  • ৬৩৩ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যা মামলায় নাটকীয় মোড় নিয়েছে। শহরের আলোচিত আঞ্জব আলী গ্রেপ্তারে নতুন করে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে শহরের রাজাবাদ পয়েন্ট থেকে সিআইডির দেয়া তথ্যের ভিত্তিতে আঞ্জবকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল ধৃত আসামীকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। হবিগঞ্জ জুডিশিয়াল আদালতের বিজ্ঞ বিচারক আসামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে আবেদন করবে সিআইডি। এমনটি নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা সৈয়দ সাজিদুল হক। ঝিমিয়ে পড়া মামলা সিআইডির তদন্তে সরব হয়ে উঠেছে। শহরের ইতিহাসে চাঞ্চল্যকর ঘটনায় নিহত হেভেন চৌধুরীর পিতা মকবুল হোসেন চৌধুরী ২ মার্চ উপজেলা ছাত্রলীগের আহবায়ক (বহিস্কৃৃত) হাবিবুর রহমান হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুুলিশ ও দাত্বিশীল একাধিক সূত্র জানায়, উদীয়মান ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যা মামলা ৫ মাস গত হয়েছে। ঘটনার পর থেকে প্রকাশ্যেই মাঠে ছিল ধৃত আসামী আঞ্জব। কখনও পলাতক বা আলোচনায় ছিলনা। এমনকি মামলার এজাহারেও তার নাম নেই। সে শহরের পৌর এলাকার রাজাবাদ গ্রামের বাসিন্দা। থানায় অবাদ বিচরণ ছাড়াও হেভেন হত্যাকারীদের বিচারের দাবিতে আন্দোলন কর্মসূচীতেও সরব ছিল। হেভেন হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে আঞ্জবকে গ্রেপ্তার নিয়ে চলছে বিশ্লেষণ। এনিয়ে ক্ষমতাসীন ঘরানায় তোলপাড় চলছে। আলোচিত মামলায় কয়েকদফা তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। অনেক নাটকীয়তা শেষে মামলার তদন্তে নিয়োজিত হয় হবিগঞ্জ সিআইডি। ঘাতকদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচী ছাড়াও হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে। অভ্যন্তরীণ কোন্দল ও হেভেন খুনের ঘটনায় উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হয়। খুনের ঘটনায় বিশেষ মহল তৎপর রয়েছে মর্মে অভিযোগ উঠেছে। ক্ষমতাসীন দলের দায়িত্বশীল একাধিক নেতা বলেন, ধৃত আসামী আঞ্জব যুবলীগ বা আওয়ামীলীগের কেউ নয়। তার রাজনৈতিক পরিচয় মিলছেনা। ওয়ার্ড লেভেলেও দলীয় পরিচয় বা তালিভুক্তি নেই। গুজব ছড়িয়ে বলা হচ্ছে- যুবলীগ নেতা। এনিয়ে জেলা ও উপজেলা যুবলীগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সিআইডি সূত্র জানায়, নিহত ছাত্রলীগ নেতা হত্যাকান্ডের একাধিক মোটিভ নিয়ে তদন্ত চলছে। অভ্যন্তরীণ কোন্দল, রাজনৈতিক ও স্থানীয় বিরোধ খতিয়ে দেখা হচ্ছে। সকল তথ্য উপাত্ত যাচাই শেষে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবেনা। তদন্ত কর্মকর্তা সৈয়দ সাজিদুল হক বলেন, মামলায় অধিকতর তদন্ত এবং ধৃত আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত আঞ্জবকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চেয়ে আবেদন করা হবে। গত ২১ মে তৎকালীন তদন্ত কর্মকর্তা পুলিশের এএসপি নাজমূল ইসলাম জেল হাজতে থাকা ছাত্রলীগ নেতা নুরুল আমিনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। ২২ মে শুনানী শেষে বিজ্ঞ বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিআইডির ওসি মোঃ আবদুর রহিম জিজ্ঞাসাবাদ করেন। এজহারভুক্ত আসামী ছাড়াও অনেকেই সংঘর্ষ ও নেপথ্যে জড়িত মর্মে তথ্য পেয়েছে সিআইডি। উল্লেখ্য, ২৪ ফেব্র“য়ারী নতুন বাজার মোড়ে ছাত্রলীগের কমিটি নিয়ে সংঘর্ষে আহত হন হেভেন চৌধুরী। ঘটনার পর পরই তৎপর হয় পুলিশ। ২৮ ফেব্র“য়ারী ঢাকার এ্যপোলো হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খুনিদের বিচার ও ফাঁসির দাবিতে নয়মৌজার তরফ থেকে গড়ে উঠে আন্দোলন। শুরু থেকেই নেতৃত্ব নিয়ে বিভক্তি দেখা দেয়। মামলার ঘটনা, আসামী গ্রেপ্তার এবং তদন্ত কার্যক্রম নিয়ে বাণিজ্যের অভিযোগ উঠে। দুই মাসে তিন কর্মকর্তা বদল হয়। সর্বশেষ মামলার তদন্ত নিয়ে শীর্ষ দুই কর্মকর্তা দৌড়ঝাপ করেন। পুলিশ সদর দপ্তরের সিআইডি বিভাগ ইনচার্জ (এডিশনাল আইজিপি) দ্রুত হবিগঞ্জ সিআইডির নিকট ডকেট হস্তান্তরের নির্দেশ দেন। মামলার ডকেট গ্রহণ করেন সিআইডির ওসি মোঃ আবদুর রহিম। নুরুল আমিনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেন তিনি। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করেন। বর্তমানে তদন্ত করছেন সিআইডির ওসি সৈয়দ সাজিদুল হক। চৌকুস কর্মকর্তা হিসেবে তার সু-খ্যাতি রয়েছে। নবীগঞ্জ উপজেলায় ডাকাতির সিন্ডিকেট নির্মূলে একাধিক সফল অভিযান পরিচলানা করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com