স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দূর্যোগকালীন পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ভি সি ও প্রকল্প পরিচালক ড. গোলাম মাওলা। জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকতারুজ্জামান, প্রকল্প কর্মকর্তা সুপর্না দাশ, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ অজিত চন্দ্র রায়, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, ব্র্যাক এর জেলা প্রতিনিধি ফিরোজ ভূইয়া, যুব রেড ক্রিসেন্টের প্রধান পংকজ কান্তি দাস পল্লব। সভায় বক্তারা বলেন, বাংলাদেশে শিশু পুষ্টির অবস্থা আশংকাজনক। অপুষ্টির জন্য দেশে ১ হাজার জন্ম নেয়া শিশুর মধ্যে মারা যাচ্ছে ৪৩ জন। কর্মশালায় বিশেষ করে দূর্যোগপূর্ন জেলা হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ দেশের অন্যান্য দূর্যোগপ্রবণ এলাকাগুলোতে শিশুদের পুষ্টির চাহিদা মেটাতে সচেতনতা বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করা হয়। বক্তারা আরো বলেন, দেশের মাত্র ৫ শতাংশ শিশু খাবারের আগে হাত ধৌত করে। সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ভি সি ড. গোলাম মাওলা বলেন, আমাদের শিশুদেরকে সস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে পারলে দেশ অবশ্যই সমৃদ্ধশালী হয়ে উঠবে। এ জন্য শিশুদেরকে ১৮ মাস পর্যন্ত অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে। বিশেষ করে ফরমালিনমুক্ত খাবার গ্রহণেও সকলকে সচেতন হতে হবে।