মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে থানার এস.আই শুভ দে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মানিক মিয়া (৩২) ও একই গ্রামের মৃত নেয়াজত মিয়া ছেলে মোঃ হেলাল মিয়াকে (৩৫) কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে রক্ষিত ৩৬০ ইয়াবা জব্দ করেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।