সোমবার, ১৯ মে ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযান ৩ দিনে ৩ কোটি টাকার মালামাল আটক মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেনা-পুলিশের টহলে পালিয়েছে দালাল চক্র শহরে নিউ লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার সিলগালা ॥ দুইজনের কারাদণ্ড সাবেক এমপি ব্যারিস্টার সুমনের এপিএস পরিচয়দানকারী নিজামকে পুলিশে দিয়েছে জনতা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হিয়ালার মাওলানা আহমদ আব্দুল্লাহ’র জানাযা সম্পন্ন হবিগঞ্জ পৌর আ.লীগ নেতা জালাল উদ্দিন জুয়েল গ্রেপ্তার শায়েস্তাগঞ্জে পলাতক আসামি গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪ মাস পর এসেছে ৭৫০ নতুন টিসিবি স্মার্ট কার্ড

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে দ্বগ্ধ সন্তানের ভিডিও দেখে কান্নায় ভেঙ্গে পড়েন মা-বাবা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে দ্বগ্ধ ছেলের ভিডিও দেখে কান্নায় ভেঙ্গে পড়েছেন মা বাবা। হাসপাতালে নিয়ে যাওয়ার ভিডিও দেখে তারা তাকে শনাক্ত করেছেন। কিন্তু দেখতে যাওয়ার গাড়ি ভাড়াও নেই দরিদ্র মা বাবার কাছে। জানেন না কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে ছেলেকে। আহত আল-আমিন (২২) বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাঘেরখাল গ্রামের বাসিন্দা শিপু মিয়ার ছেলে। আল-আমিন তার দুই বন্ধুর সঙ্গে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে কাজ করতেন। অবশেষে সোমবার গাড়ি ভাড়া দিয়ে তাদেও চট্টগ্রামে পাঠিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মুদ্দত আলী।
তিনি জানান, আল আমিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮নং ওয়ার্ডের ২৫নং বেডে চিকিৎসাধীন আছে। তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করে তিনি বলেন, আমি আল আমিনের জন্য সকলের দোয়া কামনা করি। তার মা বাবাকে গাড়ি ভাড়া দিয়ে সেখানে পাঠিয়েছি।
স্থানীয়রা জানান, ডিপোতে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের পর থেকেই আল-আমিন নিখোঁজ ছিলেন। রোববার রাতে স্থানীয় এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে দ্বগ্ধ অবস্থায় আল আমিনকে দেখতে পান। ভিডিওটি আল আমিনের মা সুজেনা বেগমের কাছে নিয়ে গেলে তিনিও তাকে নিজের ছেলে বলে শনাক্ত করেন।
পুটিজুরী ইউপি মেম্বার জসিম উদ্দিন জানান, ভিডিওটি দেখার পর থেকে সুজেনা বেগম তার ছেলেকে দেখার জন্য বার বার উন্মুখ হয়ে আছেন। কিন্তু ভাড়ার টাকা না থাকায় যেতে পারেননি। পরবর্তীতে ভাড়ার টাকা যোগাড় করে তাকে পাঠানো হয়েছে।
দগ্ধ আল আমিনের পরিবার জানায়, পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ২য়। সম্প্রতি ফাহিম ও রাজিব নামে দুই বন্ধুর সঙ্গে কনটেইনার ডিপোতে গিয়ে কাজে যোগ দিয়েছিলেন তিনি। ঘটনার দিন রাতে শুধু আল অমিনের ডিউটি ছিল। দুই বন্ধু দিনের ডিউটি করে বাসায় চলে গিয়েছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com