বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হুরগাও গ্রামে হারুন হত্যাকাণ্ড ॥ ৭ জনের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন গ্রিসে প্রবেশের সময় সীমান্তে নবীগঞ্জের এক যুবকের মৃত্যু নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় সিলেটের আদালতে ৩ জনের মৃত্যুদণ্ড জেলা পরিষদ চেয়ারম্যানকে লাখাই সরকারি কলেজের ফুলেল শুভেচ্ছা মহাসড়কের বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ॥ আহত ১০ বানিয়াচঙ্গে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ॥ বাবার মত মানুষের সেবা করে যেতে চাই-এমপি রুয়েল গ্রিসে বাংলা বর্ষবরণ উৎসবে বাঙালি সাজে বিদেশিরা লাখাইয়ে ইয়াবা ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বাহুবলে ১নং স্নানঘাট ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৬২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ মে) বিকাল ৪টায় দিকে স্থানীয় স্নানঘাট ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি মিয়া খান সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবিনয় কুমার দাশ সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ-১ বাহুবল-নবীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। সম্মেলন উদ্বোধন করেন বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতিসহ এডভোকেট সিরাজুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগ ও স্নানঘাট ইউনিয়ন আওয়ামীলীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এম সোহেল আহমেদ কুটি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশীর আহমেদ ও আব্দুল কদ্দুস, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ মজিদ তালুকদার,সাবেক চেয়ারম্যান ফেরদৌস আলম প্রমূখ। সভায় বক্তারা বলেন- স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে যে নতুন নেতৃত্ব বেড়িয়ে আসবে আপনাদেরকে সেটা মেনে নিতে হবে। বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে স্নানঘাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দক্ষ কমিটি গঠন করে আগামী ২০২৩ সালের নির্বাচনের জন্য দক্ষ কর্মী তৈরী করতে হবে। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সুফল জনগনের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। বক্তারা আরও বলেন আগামীতে দল যাকে নৌকা প্রতীক দিবে তার পক্ষে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বক্তব্যকালে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন বিএনপি জামাত জোটের দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে হবে দলের পদ নিয়ে ঘরে বসে থাকলে হবে না। সম্মেলনে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উক্ত ইউনিয়নের আওয়ামী ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতি পদে ৪ ও সাধারণ সম্পাদক পদে ১৩ প্রার্থী থাকায় কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। পরবর্তী সিদ্ধান্ত উপজেলা আওয়ামীলীগের হাতে ছেড়ে দিয়েছেন প্রার্থীরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com