স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ই-নামজারী, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় এবং দাখিলার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতামুলক ৪ দিন ব্যাপী প্রশিণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা ভূমি অফিস ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২ দিনের প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ সুফিয়া আকতার হেলেনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন, জাইকার প্রতিনিধ আব্দুল্লাহ আল মামুন, কানন গো মোঃ সাইফুদ্দিন, সদর তসিলদার মোঃ মঈনুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক সানাউল হক চৌধুরী শামীম প্রমুখ। প্রশিক্ষন কর্মশালায় সাংবাদিক, উপসহকারী ভুমি কর্মকর্তা, ভোক্তা, কৃষক কৃষানী অংশগ্রহন করেন।