মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে আওয়ামী লীগের দুই নেতার নির্বাচনী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ২০ রাজধানীর উত্তরা এলাকায় পুলিশের বিশেষ অভিযান ॥ নবীগঞ্জের কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী শাফি গ্রেফতার বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নাট্যকর্মীদের অবদান অনস্বীকার্য- এমপি আবু জাহির পুলিশের দায়েরকৃত মামলায় যুবদল ও ছাত্রদলের চার নেতা কারাগারে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তারকে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা খোশ আমদেদ মাহে রমজান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের প্রবাসী যুবক নিহত প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় নবীগঞ্জের সাংবাদিক মতিউর মুন্নাকে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের সম্মাননা প্রদান মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার ক্যান্সারে আক্রান্ত সাবেক চেয়ারম্যান সত্যজিত দাশকে বাচাতে এগিয়ে আসুন

সময় এক রকম থাকে না, বদলায় হতাশা না হয়ে ধৈর্য ধারণই শ্রেয়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৩৭ বা পড়া হয়েছে

-: মোঃ মিজানুর রহমান :-
হবিগঞ্জ টু বানিয়াচং রাস্তার দু’পাশের প্রতিটা জীবন্ত গাছ আমার পরিচিত। এদের বেড়ে উঠা উপভোগ করি প্রতিদিন। দেখি বেওয়ারিশ মৃত গাছগুলোর ধীরে ধীরে য়ে যাওয়া, বিলীন হওয়া। প্রতিদিনের আসা যাওয়ায় রাস্তার প্রতিটা বাক আমার মুখস্ত। প্রকৃতির কর্মকা- প্রতিদিন উপভোগ করি খুব কাছ থেকে। ধানের সবুজ কচি পাতা গুলো বাতাসে দোল খেতে খেতে কিভাবে পরিপক্ক হয়ে উঠে তা দেখি প্রতিদিন। ধানের শীষ গুলো কিভাবে কৃষকের মনে স্বপ্ন জাগায়, সেটা উপভোগ করি। সবুজ ধানের শীষ কিভাবে সোনারাঙ্গা হয়ে ওঠে, দেখি সেই সোনালী মাঠ। দেখি কৃষকের ঘর্মাক্ত শরীরে ধান কাটার উৎসব। দেখি ধীরে ধীরে বর্ষার আগমনী। বর্ষার পানি চুইয়ে চুইয়ে কিভাব মাঠের ঘাস, জমির আইল ডুবিয়ে চলে আসে পিচঢালা রাস্তার কিনারায়। উন্মুক্ত হাওয়ায় জেগে উঠা ঢেউগুলো কেমন করে সবুজ ঘাসে মোড়ানো রাস্তার দু’পাশে আছড়ে পড়ে। এভাবেই পানির সাথে পাল্লা দিয়ে বাড়ে একটি দু’ টি নৌকা। অতঃপর থৈথৈ পানিতে অসংখ্য নৌকা ভেসে বেড়ায়। হাওরকে দু’ভাগ করে দেয়া মাথার সিঁথির মতো রাস্তা বেয়ে বেয়ে প্রতিদিন আসা যাওয়ার মাঝেই যেটুকু দেখা। প্রকৃতির নিয়মেই আবার কমতে থাকে বর্ষার ভাসা পানি। শুকিয়ে যায় মাঠ, হাওড়, খাল- বিল আর নদী। থৈ থৈ শুটকী নদীর শুকিয়ে যাওয়া তলানী দেখে উপলব্ধি করি, সময় এক রকম থাকে না, বদলায়। যখন কিছুই করার থাকেনা, হতাশ না হয়ে ধৈর্য ধারণ কিভাবে করতে হয়, আশা কিভাবে জাগিয়ে রাখতে হয়, গ্রীষ্মের তাপদাহে চৌচির হয়ে যাওয়া শুটকীর তলানীতে লেখা গল্প পড়ি প্রতিদিন। দীর্ঘ প্রতীার পর দেখি একদিন আবারও কাজল কালো স্বচ্ছ জলের ঢেউ কেমন করে নদীর দু’কুলে খেলা করে। শুটকী নদীর হাসি দেখি, দেখি স্বপ্ন পূরণের আনন্দ, দেখি ধৈর্যের মিষ্টফল। সবগুলো গল্পই পড়তে হয় ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে চাকার উপর চলমান যান্ত্রিক বাহনে বসে বসে। কখনো ইচ্ছে করে সুপরিচিত রাস্তাটি ছুঁয়ে দেখতে। উন্মুক্ত খোলা হাওয়ায় বুক ভরে নিঃশ্বাস নিতে আর স্মৃতিটাকে দীর্ঘস্থায়ী করতে হাতে থাকা মোবাইলের ক্যামেরায় বন্দী হতে।
ব্যবস্থাপক
পূবালী ব্যাংক লিমিটেড, বানিয়াচং শাখা, হবিগঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com