মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে আওয়ামী লীগের দুই নেতার নির্বাচনী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ২০ রাজধানীর উত্তরা এলাকায় পুলিশের বিশেষ অভিযান ॥ নবীগঞ্জের কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী শাফি গ্রেফতার বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নাট্যকর্মীদের অবদান অনস্বীকার্য- এমপি আবু জাহির পুলিশের দায়েরকৃত মামলায় যুবদল ও ছাত্রদলের চার নেতা কারাগারে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তারকে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা খোশ আমদেদ মাহে রমজান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের প্রবাসী যুবক নিহত প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় নবীগঞ্জের সাংবাদিক মতিউর মুন্নাকে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের সম্মাননা প্রদান মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার ক্যান্সারে আক্রান্ত সাবেক চেয়ারম্যান সত্যজিত দাশকে বাচাতে এগিয়ে আসুন

“মজলিশপুরে ফ্রান্স প্রবাসীর বাড়িঘরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ” ॥ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • আপডেট টাইম শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৪৩ বা পড়া হয়েছে

গতকাল হবিগঞ্জ থেকে প্রকাশিত কয়েকটি দৈনিক পত্রিকায় “মজলিশপুরে ফ্রান্স প্রবাসীর বাড়িঘরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রনোদিত। আমি ও আমার পরিবারের মানসম্মান ক্ষুন্ন করার প্রয়াসে এই কাল্পনিক সংবাদটি প্রকাশিত হয়েছে। প্রকৃত ঘটনা হল- হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার জন্য রাস্তাটি সংস্কার করার সিদ্ধান্ত নেন মজলিশপুর গ্রামবাসী। এর প্রেক্ষিতে সকলের সিদ্ধান্ত অনুযায়ী ১১/০৫/২০২২ইং তারিখে আমি রাস্তায় মাটি ভরাট এর কাজ শুরু করি। এ সময় গ্রামের গর্ন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। আমি যথাযথভাবে ওই রাস্তাটির সংস্কার কাজ শেষ করি। পরের দিন ১২/০৫/২০২২/ইং তারিখে ভোরে সিরাজুল ইসলাম সুরুক মিয়ার পুকুর পাড়ের একটি বনের লাছে আগুনের বিষয়টি লোক মারফত শুনতে পাই। কিন্তু ১ দিন পরে অর্থাৎ ১৩/০৫/২০২২ইং তারিখে হবিগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় আমি আগুন দিয়েছে বলে অবগত হই। যা অত্যান্ত দুঃখজন ও মানহানিকর। আমি জনগণের ভোটের নির্বাচিত একজন জনপ্রতিনিধি, এলাকায় আমি ও আমার পরিবারের সদস্যেদের সম্মান ও সুনাম রয়েছে। এই ধরেণের মিথ্যা ও জগন্ন কাজ আমাদের পক্ষে কখনই সম্ভব নয়। প্রকৃত ঘটনা হল, সিরাজুল ইসলাম সুরুক মিয়ার গংরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। সিরাজুল ইসলাম সুরুক কবরস্থানের জায়গা দখল করতে মরিয়া হয়ে উঠছে। বর্তমানেও সে ১০৫৯ নং দাগের কবরস্থানের জায়গা দখল করে পুকুড় করেছে এবং বসবাস করছে। যা এলাকাবাসী অবগত আছেন। তাদের এই সব অন্যায়ের প্রতিবাদ করলে তারা বিভিন্ন ধরণের নাটক সাজিয়ে মনগড়াভাবে যখন যাকে ইচ্ছা তাকে ওই ফাঁসানোয়। তাদের এই ষয়ড়ন্ত্রের কারণে অনেক মানুষ সর্বশান্ত হয়েছে। আমার ধারণা সিরাজুল ইসলাম সুরুক মিয়া গংরা নিজেরাই আমার মান-সম্মানহানী করার হীন উদ্দেশ্যে তাদের বনের লাছে আগুন দিয়ে আমার নামে পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত করেছে। যা সত্যিই হাস্যকর। এখানে উল্লেখ থাকা আবশ্যক যে, সিরাজুল ইসলাম সুরুক মিয়া ১০৯৮ দাগের যে রাস্তাটি নিজের বলে দাবী করে সিনিয়র সহকারী জজ আদালত হবিগঞ্জে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪১/২০০৯ইং)। ওই জায়গা মূলত ১নং খতিয়ানের জায়গা এবং সরকারী রাস্তা বলে ম্যাপ ও রেডর্ক আছে। কিন্তু তিনি নিজ স্বার্থ চরিত্র করার জন্য কোর্ট ভুল বুঝয়ে গ্রামের মানুষের অজান্তে একতরফাভাবে একটা রায় নিয়ে ওই জায়গা নিজের বলে দাবী করেন। পরবর্তীতে গ্রামবাসী জানার পর ওই রাস্তা নিয়ে গ্রামবাসীর পক্ষে মোঃ সালাহ উদ্দিন, তাজুল ইসলাম ফুল মিয়া ও মোঃ সিরাজ আলী বাদী হয়ে ওই রায়ের বিরুদ্ধে হবিগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে অপর একটি মামলা দায়ের করেন। মামলাটি চলমান রয়েছে। যার নং-৪৬১/২০২১ইং)। ওই মামলার পর সিরাজুল ইসলাম সুরুক মিয়া পবরর্তীতে রাস্তায় ১৪৪ ধারা জারি করার জন্য অতিরিক্ত জেলা জজ আদালতে আরও একটি মামলার দায়ের করেন। ওই মামলার এসিল্যান্ড সরজমিনে তদেন্ত করে রাস্তাটি সরকারী মর্মে প্রতিবেদন দাখিল করেন এবং ওই জায়গায় সিরাজুল ইসলাম সুরুক মিয়ার দখল নাই বলেও উল্লেখ করেন। যার মামলা নং-২৪২/২১ইং (হবি)। এখানে দেখা যায় যে, সিরাজুল ইসলাম মিয়ার দায়েরকৃত মামলায়ই তার বিরুদ্ধে রায় আসে। কিন্তু ওই সত্য কে আড়াল করে সিরাজুল ইসলাম সুরুক মিয়ার গংরা নিজেদের অসৎ উদ্দেশ্যে হাসিল করতে নাটক করে বনের লাছ পুড়িয়ে আমার বিরুদ্ধে পত্রিকায় মিথ্যা ও মনগড়া সংবাদ প্রকাশ করিয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে আইয়ূব আলী স্কুলের জায়গা দখল করেছে মর্মে সংবাদে উল্লেখ যে বিষয়টা করেছে তারও কোন সত্যতা নেই। সিরাজুল ইসলাম সুরুক মিয়ার গংরা সম্পণূ মনগড়াভাবে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে এই ধরণের সংবাদ প্রকাশ করিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রতিবাদকারী মোহাম্মদ আলী
ইউপি সদস্য, ৫নং ওয়ার্ড
৩নং তেঘরিয়া ইউনিয়ন পরিষদ, হবিগঞ্জ সদর।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com