শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধে আজমিরীগঞ্জে সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১১ মে, ২০২২
  • ২৬০ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ এ্যামালগেমেটেড বীর চরণ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধীজনদের অংশগ্রহণে এক সমাবেশ আয়োজিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক, জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার, বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মর্ত্তুজা হাসান, ভাইস-চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস-চেয়ারম্যান জনাব সীমা রানী সরকার। এছাড়াও বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন মোবারুল, শিবপাশা ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার, আজিিমরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন (অ. দা.)। অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাস এগুলো সমাজের জন্য অভিশাপ। এ সকল হীন কর্মকান্ড একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নকে ব্যাহত করে। আমাদের নব প্রজন্মের ছাত্র-ছাত্রীদের দেশ গঠনের কান্ডারী হিসেবে ভূমিকা রাখতে হবে। মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদকে না বলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এছাড়াও তিনি ছাত্র-ছাত্রীদের মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ এ্যামালগেমেটেড বীর চরণ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা আহসান। অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com