শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন সালেহ আহমেদ সভাপতি মোছাব্বির বকুল সম্পাদক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সভাপতি সালেহ উদ্দিন আহমেদ সভাপতি ও আব্দুল মোছাব্বির বকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে গোপন ব্যালটের মাধ্যমে জেলা আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র আইজীবী এডঃ মোঃ নুরুল আমিন।
নির্বাচনে সভাপতি পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সালেহ উদ্দিন আহমেদ ২৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুল হান্নান চৌধুরী ১৫৭ ভোট ও জমশেদ মিয়া পেয়েছেন ১৪২ ভোট।
সাধারণ সম্পাদক পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আব্দুল মোছাব্বির বকুল ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল হাই ১৪২ ভোট ও জসীম উদ্দিন পেয়েছেন ১২৭ ভোট।
সহ-সভাপতি পদে আবু তাহের মিয়া ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মোঃ নুরুল হক ১০৫ ভোট, শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল ৯৯ ভোট ও মোঃ আবুল আজাদ ৯৩ ভোট পেয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক (১ম শাখা) পদে জন্টু চন্দ্র দেব ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মোঃ ছারওয়ার রহমান টৌদুরী ২০০ ভোট ও মোহাম্মদ মুছা মিয়া পেয়েছেন ১২৭ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক (২য় শাখা) পদে জেবুন্নেছা চৌধুরী ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মোঃ মহিবুর রহমান পেয়েছেন ২২৩ ভোট।
লাইব্রেরী সম্পাদক পদে মোঃ আব্দুল মজিদ ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মোঃ আসাদুজ্জামান পেয়েছেন ২৫৭ ভোট।
ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক পদে সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ ২২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মোঃ লেলিনউজ্জামান ১১৮ ভোট, মোঃ মুজিবুর রহমান চৌধুরী ১১৬ ভোট ও মোহাম্মদ মাসুক মিয়া পেয়েছেন ৭৪ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com