বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

পাহাড়পুর ভায়া ঝিলুয়া বানিয়াচং সড়কের উদ্বোধন করলেন এমপি মজিদ খাঁন

  • আপডেট টাইম শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২৮৪ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ পাহাড়পুর ভায়া-ঝিলুয়া বানিয়াচং সড়কের শুভ উদ্বোধন করেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকাল ৫ টায় পাহাড়পুর বাজারের অদূরে শ্রীশ্রী গঙ্গা মন্দির মাঠে বদলপুরবাসীর উদ্যোগে এক গণ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী সহ পাঁচ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন। জানা যায়, হবিগঞ্জের ভাটি এলাকার নৌ-বন্দর হিসেবে পরিচিত আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলার যথাক্রমে পাহাড়পুর, ঝিলুয়া ও আড়িয়ামুগুর এলাকার লোকজনের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল বানিয়াচং হয়ে হবিগঞ্জ জেলা সদরের সহিত সড়ক যোগাযোগ স্থাপন করা। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর জাতিরজনক বঙ্গবন্ধুর কণ্যা ও বর্তমান প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুষ্ঠু সড়ক যোগাযোগ ব্যবস্থার প্রভুত উন্নয়ন সাধন করেছেন। দেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন এমন কি গ্রাম পর্যায়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছেন। এরই ধারাবাহিকতায় বজায় রেখে বানিয়াংয়ের সহিত আজমিরীগঞ্জের বদলপুরের পাহাড়পুরের সহিত সুষ্ঠু সড়ক যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন। বানিয়াচং-পাহাড়পুর ভায়া ঝিলুয়া রাস্তার দূরত্ব ১৬ কিলোমিটার। এলজিইডির হিমলিপ প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণে বরাদ্দ দেয়া হয় ১৫ কোটি ৫০ লক্ষ টাকা। বাস্তবায়নে ছিল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নির্মাণকৃত রাস্তাটি বানিয়াচংয়ের লক্ষী বাওরের প্রাকৃতিক সৌন্দর্য্যের বনভূমি সোয়ম্প ফরেস্ট পর্যটন স্পটের উপর দিয়ে অতিক্রম করেছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় নির্মাণকৃত ওই রাস্তাটির শুভ উব্দোধন করেন, বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন। পরে আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নবাসীর উদ্যোগে পাহড়পুর বাজারের অদূরে শ্রীশ্রী গঙ্গা মন্দিরের মাঠে এক গণসংর্বধনার আয়োজন করা হয়। এতে জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, উপজেলা প্রকৌশলী তানজির আহমেদ সিদ্দিকী, সহকারী প্রকৌশলী মোসাদ্দেকুল ইসলাম, বানিয়াচং উপজেলা আওয়ামলীগ সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খাঁন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন, রেখাছ মিয়া, ফজলুর রহমান, জয়দেব দাস, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনোয়ার আলী, উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, ইউপি চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী, আশরাফুল হোসেন মোবারুল উপস্থিত ছিলেন। এছাড়া উক্ত সংবর্ধা সভায় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ ৫ সহস্রাধিক লোকের সমাগম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com