বুধবার, ০১ মে ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হুরগাও গ্রামে হারুন হত্যাকাণ্ড ॥ ৭ জনের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন গ্রিসে প্রবেশের সময় সীমান্তে নবীগঞ্জের এক যুবকের মৃত্যু নির্বাচন কমিশনকে স্বাধীন করে দেওয়া হয়েছে-এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় সিলেটের আদালতে ৩ জনের মৃত্যুদণ্ড জেলা পরিষদ চেয়ারম্যানকে লাখাই সরকারি কলেজের ফুলেল শুভেচ্ছা মহাসড়কের বাহুবলে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ॥ আহত ১০ বানিয়াচঙ্গে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ॥ বাবার মত মানুষের সেবা করে যেতে চাই-এমপি রুয়েল গ্রিসে বাংলা বর্ষবরণ উৎসবে বাঙালি সাজে বিদেশিরা লাখাইয়ে ইয়াবা ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

শায়েস্তাগঞ্জে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২০৭ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমী, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম গতকাল সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন। উপজেলা প্রশাসনের হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। অগ্নিঝরা মার্চের প্রথম দিনেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের সাথে নবনিযুক্ত শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উপজেলার সার্বিক বিষয় নিয়ে বিশেষ করে স্বাধীনতা যুদ্ধে শায়েস্তাগঞ্জ উপজেলার ইতিহাস, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, গণকবরসহ সেই দিনের সেই যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানানো এবং এখনো জীবন্ত কিংবদন্তী বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতেই দিনের প্রথম শুরু করেন এমন আয়োজন এর মধ্য দিয়ে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় উপস্থিত ছিলেন যথাক্রমে, বীর মুক্তিযোদ্ধা গৌরব প্রসাদ রায?, মোঃ শফিকুর রহমান, সার্জেন্ট আব্দুল আলী, আব্দুল হামিদ, কাজী গোলাম মোস্তফা, হামিদুল হক চৌধুরী, আকবর আলি ও মুক্তিযোদ্ধার সন্তান ইব্রাহিম খলিল।
পরে সাংবাদিকের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি আবদুর রকিব, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, সৈয়দ ছয়ফুর রহমান, শাহ মোস্তফা কামাল, সাংবাদিক কামরুজ্জামান আল রিয়াদ, আব্দুল হক রেনু, কামরুল হাসান, সাখাওয়াত হোসেন টিটু, মাশুক ভান্ডারী, শামীম আহমেদ, শাহ মোঃ হুমায়ূন কবির, হামিদুল হক বুলবুল, আব্দুল কাদির, জমির আলী, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, অপু দাস, মহিন শিপন, মোতাব্বির হোসেন কাজল, আব্দুর রহিম সবুজ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, তথ্য প্রবাহের যুগে আপনারা হচ্ছেন অন্যতম প্রাণপুরুষ। উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সাংবাদিকদের সহযোগিতা দরকার। পরামর্শ এবং তথ্য সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
৩৪তম প্রশাসন ক্যাডারের ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বাসিন্দা নাজরাতুন নাঈম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদোন্নতি পাবার পর শায়েস্তাগঞ্জ উপজেলা হচ্ছে প্রথম কর্ম এলাকা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com