বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

হবিগঞ্জে সেমিনারে শাবিপ্রবি অধ্যাপক ড. শাহ আলম ॥ শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তির ব্যবহারে ভাল হতে হবে

  • আপডেট টাইম সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৪৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহ আলম বলেছেন, বর্তমান সময় হল তথ্য প্রযুক্তির। শিক্ষার্থীদেরকে দক্ষতা অর্জন এবং সফল হতে হলে তথ্য প্রযুক্তির ব্যবহারে ভাল হতে হবে। আর তথ্য প্রযুক্তিতে ভাল করতে হলে কঠোর অনুশীলন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও আইসিটির জন্য বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে। শিক্ষার্থীদেরকে ভাল করে লেখাপড়ার পাশাপাশি শিক্ষকদেরকে সম্মান করতে হবে। সবাইকে শুদ্ধ ও সৎভাবে চলতে হবে। শিক্ষার্থীদেরকে ভাল করতে হলে তিনভাবে ভাল করতে হবে। ক্লাশের আগে, ক্লাশের মধ্যে ও ক্লাসের পরে। মনে রাখতে হবে প্রযুক্তিকে কোনভাবেই খারাপভাবে ব্যবহার করা যাবে না। শনিবার দুপুরে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে গ্লোবাল আইটি হোম ট্রেনিং সেন্টার এর উদ্যোগে ‘একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” শ্লোগান নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেক্টরের ভূমিকা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন।
হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ফার্ম মেশিনারী বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মিছবাহ উদ্দিন, গণিত বিভাগে সহকারী অধ্যাপক মোহাম্মদ সালাহ উদ্দিন, হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সজল কুমার পাল, এডভোকেট আবু জাহির মডেল কলেজের অধ্যক্ষ মো. রফিক আলী, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার শাহ জয়নাল আবেদীন রাসেল, রাগীব রাবেয়া স্কুল ও কলেজের প্রভাষক আবিদুর রহমান প্রমুখ।
গ্লোবাল আইটি হোম ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহিত মিয়া জানান, হবিগঞ্জের তরুণ সমাজকে তথ্য ও প্রযুক্তিতে দক্ষ হিসাবে গড়ে তুলতে তার প্রতিষ্ঠান কাজ করছে। এর বাহিরে স্পোকেন ইংলিশ ও কম্পিউটার টেকনোজির উপর প্রশিক্ষণ এর ব্যবস্থা রয়েছে। তরুণরা যাতে বিকল্প কর্মসংস্থান করতে পারে তার জন্য রয়েছে এন্ড্রয়েড মোবাইল এ্যাপস, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ, ওয়েব ডিজাইন, আউটসোর্সিং ও গ্রাফিক্স প্রশিক্ষণের ব্যবস্থা। নতুন প্রজন্মকে প্রযুক্তি মনস্ক করতে তিনি এই সেমিনারের আয়োজন করেন। এতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com