প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের সাথে সংর্ঘের ঘটনায় দায়ের করা মামলায় নবীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমমান সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মুজিবুর রহমান চৌধুরী শেফু, ছাত্রদল নেতা জাকির আহমদ চৌধুরী, যুবদল নেতা মোঃ শাহীন তালুকদার ও মিজানুর রহমান শামীমসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক ও বতর্দমান যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, বর্তমান যুগ্ম আহবায়ক মোঃ আশিক মিয়া, তোফাজ্জল হোসেন, মজিদুল করিম মজিদ, বিএনপি নেতা মোঃ বয়াত উল্লা, শাহ দ্বারা, মতিউর রহমান, নরুল গনি চৌধুরী সোহেল, সোহেল আহমেদ চৌধুরী রিপন, জামাল আহমেদ, সাদিক মেম্বার, রাসেল আহমেদ, মাহী চৌধুরী, মছব্বির আহমদ প্রমুখ। এ সময় বক্তরা বলেন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর দায়েরকৃত ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁর সু-চিকিৎসার ব্যবস্থা করা হউক। অন্যথায় বাংলার মুক্তিকামী জনতাকে সাথে নিয়ে জোড়দার আন্দোলন গড়ে তুলা হবে। এছাড়াও বিএনপি’র কেন্দ্রীয় সংসদের সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জি.কে গউছ, জেলা বিএনপির আহবায়ক পৌর কাউন্সিলর আবুল হাসিমসহ বিএনপির নেতাকর্মীদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে অন্যায়ভাবে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা। উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর দায়েরকৃত ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁর সু-চিকিৎসার দাবীতে হবিগঞ্জে বিএনপি’র সমাবেশে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় নবীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমমান সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মুজিবুর রহমান চৌধুরী শেফু, ছাত্রদল নেতা জাকির আহমদ চৌধুরী, যুবদল নেতা মোঃ শাহীন তালুকদার ও মিজানুর রহমান শামীমসহ বিএনপি ও সংগঠনের অনেক নেতৃবৃন্দ বর্তমানে কারাধীন রয়েছেন।