বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন ॥ রাকিল সভাপতি, তছনু সম্পাদক

  • আপডেট টাইম শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৩৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ঝাকজমকপুর্ণ ভাবে ২৯ ডিসেম্বর বুধবার জেলা পরিষদ ডাক বাংলোতে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ ছিল লক্ষ্যনীয়।
নির্বাচনে সভাপতি পদে এম.এ আহমদ আজাদ, এম.এ বাছিত, মুরাদ আহমেদ ও রাকিল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রাকিল হোসেন ও এম.এ আহমদ আজাদ ১৪টি করে সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচন কমিশনের আইন অনুযায়ী শুধুমাত্র সমান সংখ্যক ভোট প্রাপ্ত দু’প্রার্থীর মধ্যে ৩১ ডিসেম্বর শুক্রবার বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত পুনরায় ভোট গ্রহনের সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। কিন্তু ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সভাপতি পদে প্রার্থী এম এ আহমদ আজাদ নির্বাচন কমিশনের নিকট পারিবারিক সমস্যা দেখিয়ে লিখিত আবেদন করে নির্বাচন থেকে সরে দাড়ান। এ অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান ৩১ ডিসেম্বর শুক্রবার বিকেলে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রাকিল হোসেনকে বিজয়ী ঘোষণা করেন। এ সময় বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, মুরাদ আহমদ, বর্তমান সাধারন সম্পাদক সেলিম তালুকদার, সহকারী নির্বাচন কমিশনার মোঃ সরওয়ার শিকদার, মোঃ শওকত আলী, নবনির্বাচিত সভাপতি রাকিল হোসেন, সহ সভাপতি এম এ মুহিত, সাধারন সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক মোজাহিদ আলম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারন সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত সদস্যরা হলেন, পদাধিকার বলে উত্তম কুমার পাল হিমেল, মোঃ সেলিম তালুকদার, ভোটে নির্বাচিতরা হলেন, সলিল বরণ দাশ, এস.আর চৌধুরী সেলিম, এটি.এম জাকিরুল ইসলাম, ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, আশাহিদ আলী আশা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com