স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্পাঞ্চলে হাইওয়ে সড়কের দু’পাশে থাকা সরকারি জমি উচ্ছেদ করে দখলের অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ১১নং ব্রাহ্মণডুরা ইউপি চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ আদিল জজ মিয়ার বিরুদ্ধে। ওই ভূমিটি সরকার ও ব্যক্তি মালিকানাধীন। উচ্ছেদের তিনদিন পরই দৃষ্টিনন্দন পার্ক তৈরীর কথা বলে ১০ লাখ টাকার বালু ফেলে ভরাট করে নিজের দখলে নেন চেয়ারম্যান জজ মিয়া। নাটকীয়তাভাবে দখলের বিষয়টি স্বীকার করেছেন চেয়ারম্যান জজ মিয়া। এনিয়ে জনমনে দেখা দিয়েছে ক্ষোভ, বাড়ছে উত্তেজনা।
জানা যায়, অলিপুর শিল্পাঞ্চল এলাকার দুপাশেই রয়েছে হাইওয়ে রোডের বিশাল জমি। আর এসব পড়ে থাকা খালি জমিতে এলাকার নিম্ন আয়ের মানুষ বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে দিনাতিপাত করে আসছে। এতে কোন রকম তাদের সংসার চালিয়ে জীবিকা নির্বাহ করে ওই সব নিম্ন আয়ের মানুষরা। অপরদিকে সিএনজি ও টমটমের কোন নির্দিষ্ট ষ্ট্যান্ড না থাকায় ওই স্থানেই সিএনজি-টমটম রেখে আসছে শ্রমিকরা। কিন্তু গত ১৫ নভেম্বর রাস্তার দুপাশে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় চেয়ারম্যান জজ মিয়া উপস্থিত ছিলেন। পরে রাতারাতি বালু দিয়ে ভরাট করে দখলে নেন চেয়ারম্যান। কোন অনুমতি ছাড়াই বালু ফেলার কারণ জানতে চাইলে বলা হয় এখানে দৃষ্টিনন্দন পার্ক করা হবে।
এছাড়া অলিপুর মৌজার ১৩৪ নং দাগে ৪৮ শতক ভূমির রেকর্ডিয় মালিক ছিলেন মৃত ওয়াজেদ উল্লাহ। বর্তমানে ওয়ারিশান সূত্রে ওই ভূমির মালিক মোঃ মুমিন মিয়া গংরা। কিন্তু ভূমিটি তাদের অজান্তেই ঢাকা-সিলেট মহাসড়কের অন্তর্ভুক্ত হয়। পরে তারা আদালতে একটি স্বত্ত মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত থেকে অন্তর্বর্তিকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়। তাছাড়া ওই এলাকার জাহেদুল ইসলাম গং, হাছন আলী, জিতু হাজি গং, রমজান আলী, দুলাল মিয়া, আমেনা খাতুন গং, হাজেরা বেগমসহ অনেকেরই জমি রয়েছে। সরকার তাদের জমি নিলেও এখনো তারা কোন টাকা বুঝে পাইনি। এনিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনও করা হয়েছে।
উচ্ছেদ অভিযান পরিচালনার সময় মামলার বাদি মুমিন মিয়া ওই ভুমি তার নিজের বলে দাবী করলেও কোন কাগজ না দেখেই বুলডোজার দিয়ে একের পর এক দোকান ভেঙ্গে ফেলা হয়।
অভিযোগ রয়েছে, মুমিন মিয়ার দাবি করা ৪৮ শতক ভূমির বাহিরেও উচ্ছেদকৃত ভূমিতে ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ আদিল জজ মিয়া মাটি ফেলে ভরাট করছেন। যে কারণে ওই এলাকার স্থানীয় লোকজন পড়েছেন মারাত্মক বিপাকে। এমন অবস্থা দাঁড়িয়েছে যে, তারা স্বাভাবিক চলাফেরা করতে পারছেন না। ওই ভূমির পশ্চিম দিকের স্থানীয় বাসিন্দারা বন্দিদশার মত অবস্থা হয়েছে। বালু ফেলার কারণে পার্শ্ববর্তী রাস্তার ড্রেন ভরাট হয়ে গেছে। যে কারণে চলাচলের রাস্তায় পানি উঠে পড়ছে। ফলে স্থানীয়দের মধ্যে মারাত্মক ক্ষোভের সঞ্চার হয়েছে। এনিয়ে যেকোন সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
চেয়ারম্যান জজ মিয়া বলেন, ‘জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছেন। তাদের সুখ-দুঃখ আমাকে দেখতে হবে। তাই জনগণের স্বার্থে ওই ভূমিতে মাটি ভরাট করছি।’ তবে চেয়ারম্যানের এ বক্তব্য স্থানীয়রা মানতে নারাজ। তাদের অভিযোগ, চেয়ারম্যান জজ মিয়া নিজে দখলে নেয়ার জন্যই মূলত সরকারি ভূমিতে মাটি ভরাট করছেন।
সরকারি ভূমি কোন এখতিয়ারে ও কোন নির্দেশনায় আপনি মাটি ভরাট করছেন- এমন প্রশ্নের জবাবে জজ মিয়া বলেন, ‘উর্দ্ধতন কর্তৃপক্ষ আমাকে মৌখিক নির্দেশ দিয়েছেন। তাই আমি আমার নিজ উদ্যোগে ও অর্থায়নে এ কাজ করছি।’ তবে এ বিষয়ে ভূমির মালিক হবিগঞ্জের সড়ক বিভাগ কিছুই জানেনা বলে জানান।
হবিগঞ্জের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মুহাম্মদ ফয়সাল মুঠোফোনে জানান, এখানে উচ্ছেদ করা হয়েছে যানজট মুক্ত রাখার জন্য। কিন্তু কাউকে মাটি ফেলে ভরাট করার জন্য আমরা কোন অনুমতি দেইনি কিংবা কোন স্থাপনা নির্মাণের জন্য বলা হয়নি। এমন কিছু কেউ করলে আমরা এর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। তাছাড়া আদালতে বিচারাধীন মামলা থাকলে সেখানে আমরা কিছু করব না।