শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

মাধবপুর ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৮ অক্টোবর রাতে সিপিসি-১, র‌্যাব-৯ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের মাধবপুর বাজারের মুন্সি টাওয়ারের এ.বি ব্যাংকের সামনে হাইওয়ে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাবের উপস্থিতি চারজন ব্যক্তি ৪ (চার) টি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়ে পলায়নের চেষ্টাকালে র‌্যাব অফিসার ও ফোর্সের সহায়তায় ৫১কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীক গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ী হিরা মিয়া (৩৩), পিতা- আলফু মিয়া, গ্রাম- মহিমাউড়া (জাঙ্গাল, এ/পি-পানছড়ি আশ্রয়ন প্রকল্পের ২ নং টিলার ১২/৭ ঘর), থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ। অপর তিনজন ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হিরা মিয়া পলাতক আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করেছে বলা জানিয়েছে র‌্যাব।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত, গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১৯ (গ)/৪১ ধারায় হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় মামলা রুজু হস্তান্তর করা হয়। এবং পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যহত রয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com