স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মহিলা কলেজ রোড এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। জানা যায়, ওই এলাকার নবরাজ ভেরাইটিজ স্টোর এর মালিক রতনপাল গত শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় চলে যান। রোবাবর সকালে এসে দেখেন তার সাটারের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ বিভিন্ন ভেরাইটিজ মালামাল নিয়ে যায় চোরের দল। যার মূল্য প্রায় ১ লাখ টাকা হবে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।