শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

আজ বানিয়াচং উপজেলা আ.লীগের বর্ধিত সভা

  • আপডেট টাইম রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৩১৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ দীর্ঘদিন পর আজ রোববার (২৪ অক্টোবর) বানিয়াচং আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকালে উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বর্ধিত সভাকে সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা আওয়ামীলীগ। বর্ধিত সভাকে ঘিরে আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ব্যানার, পেষ্টুনে ছেয়ে গেছে পুরো অনুষ্ঠানস্থল। বেলা ২টা থেকে বর্ধিত সভা অনুষ্ঠিত হলেও সকাল থেকেই নেতা কর্মীরা আসতে শুরু করবে। উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে প্রাণবন্ত করে তুলবে বর্ধিতসভাকে। অতিথিবৃন্দের পরামর্শ নিয়ে নেতাকর্মীরা কাজে ঝাঁপিয়ে পড়বেন দলকে সু-সংগঠিত করতে এবং ভূমিকা রাখবেন দলীয় প্রার্থীরা বিজয়ী হতে। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবুজাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান এ প্রতিনিধিকে জানান, বর্ধিত সভার সকল আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিষদের দলীয় সম্ভাব্য প্রার্থীরা নিজেদের কর্মী সমর্থক নিয়ে মিছিলসহকারে সম্মেলন স্থলে উপস্থিত হবেন। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠবে সভাস্থল। তিনি আরো জানান, সভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা দেখা দিয়েছে। আশা করি জেলার মধ্যে একটি সুন্দও বর্ধিতসভা আমরা উপহার দিতে পারব। এজন্য তিনি সকল দলীয় নেতা কর্মীদের সহযোগিতা কামনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com