শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের অক্টোবর সার্ভিসে বিভিন্ন কর্মসূচি পালিত

  • আপডেট টাইম সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ এর উদ্যোগে অক্টোবর সার্ভিস ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ শহরে বর্ণাঢ্য র‌্যালি, অভিষেক, ফলজ বৃক্ষ বিতরণ, ফ্রি চক্ষু চিকিৎসা সেবাসহ এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গত শনিবার হবিগঞ্জ শহরের আমির চান কমপ্লেক্সের সামন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হবিগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আমির চান কমপ্লেক্সের হল রুমে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট হাজী মোজাহিদ হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন। লায়ন মামুনুর রশিদ ও লায়ন এডভোকেট অর্জুন চন্দ্র রায়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট লায়ন মতিউর রহমান সানু ও গীতা পাঠ করেন লায়ন অমিয় চন্দ্র রায়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ বি-১ এর জেলা গভর্ণর লায়ন শাহেনা রহমান এমজেএফ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সেকেন্ড ডিস্ট্রিক্ট ভাইস গভর্ণর লায়ন মোঃ লুৎফুর রহমান, সেকেন্ড ডিস্ট্রিক্ট লেডি ভাইস গভর্ণর শিরিন আক্তার রুবি, ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারী লায়ন ফরিদা ইয়াছমিন জেসমিন, ডিস্ট্রিক্ট কেবিনেট ট্রেজারার লায়ন মীর শফিকুল আলম কনক। অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট জয়েন কেবিনেট ট্রেজারার লায়ন ফিরোজ আহমেদ, লায়ন আশরাফ এইচ খান, লায়ন ফাতেমা কাদির, আরফিন আজিজ, আশিকুজ্জামান চৌধুরী ইমন, লায়ন ফামিদা বিউটি, লিও ডিস্ট্রিক্ট ডাইরেক্টর ফাহিম আশরাফ খান। লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের পক্ষ থেকে বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট লায়ন এডভোকেট এস.এম বজলুর রহমান, ইঞ্জিনিয়ার লায়ন মনসুর রশিদ কাজল, লায়ন এডভোকেট এস.এম আলী আজগর, অক্টোবর সার্ভিস কমিটির কনভেনার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন এস.এম আব্দুল আউয়াল, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান লায়ন মর্তুজা হাসান, সিনিয়র লায়ন লিডার এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, আইএফআইসি ব্যাংক ম্যানেজার লায়ন আব্দুল কাইয়ুম চৌধুরী শাহীন, লায়ন ফখরুল আলম বাবুল, লায়ন আব্দুল আহাদ, লায়ন মহিবুর রহমান টিপু। আরও উপস্থিত ছিলেন ট্রেজারার লায়ন কাজী মহিবুর রহমান সেলিম, লায়ন ইঞ্জিনিয়ার সৈয়দ আমিনুল হাসান, লায়ন প্রভাষক রাজেন্দ্র চন্দ্র দাস, লায়ন জালাল উদ্দিন, লায়ন এডভেকেট বিকাশ দাস রূপম, লায়ন দিলীপ কুমার সরকার, লায়ন সুনীল চন্দ্র দাস, লায়ন বিশ^জিৎ কুমার চন্দন বনিক প্রমূখ। অনুষ্ঠানে লায়ন নেতৃবৃন্দের মাঝে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com