স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের খোয়াই নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার তেতইয়া গ্রামের নিকট খোয়াই নদীতে এলাকাবাসী একটি লাশ পানিতে ভাসতে দেখেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল তানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী জানান, শনিবার বেলা ১১ দিকে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।