শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

আমনের চারা রোপনে কৃষকদের প্রতিযোগিতা

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চলতি মৌসুমে খরার প্রভাব না থাকায় সময় মতো আকাশের বৃষ্টির পানি পাওয়ায় কৃষকরা কমর বেঁধে মাঠে কাজ করছে। এদিকে আবহাওয়া অনুকুলে থাকায় এবার ধানে চারা ভালো হওয়ায় আমন চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জের কৃষক-কৃষাণীরা। তবে মৌসুমের শুরুতেই মহামারি করোনায় লকডাউন থাকায় দেশের অন্যান্য জেলা থেকে হবিগঞ্জে আসতে পারেনি দিনমজুর শ্রমিকরা। দিগুন টাকায় শ্রমিক মিললেও হিমশিম খেতে হচ্ছে কৃষককে। তবুও স্বপ্ন দেখছেন হবিগঞ্জ জেলার কৃষকরা। শ্রাবণের শেষে বৃষ্টিতে জমি তৈরি, বীজতলা থেকে চারা সংগ্রহ ও জমিতে ধান রোপনে ব্যাস্ত এই জেলার কৃষকরা। আকাশের বৃষ্টি পাওয়ায় সময় মতো জমিতে হাল দিয়ে জমি তৈরী করে প্রয়োজন মতো সার বীজ বাজার থেকে ক্রয় করে এবার আমন ধানের চারা রোপন করতে কোন সমস্য হয়নি। ভোর হলেই কৃষকরা ছুটছেন মাঠের দিকে। ভাটিয়ালী ভাওয়াইয়া গানের সুরে সুরে মনের আনন্দে কাজ করছেন তারা। মহামারি করোনার মাঝেও আমন আবাদে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা। কেউ চারা তুলছেন আবার কেউ চারা রোপন করছেন। তবে চারা রোপনে নারী শ্রমিককে দেখা না গেলেও বীজ তলায় চারা তুলতে পিছিয়ে নেই এখানকার নারী শ্রমিকরা। আমন ধানের চারা রোপন করা যাবে আগষ্টের মাঝামাঝি পর্যন্ত। সময় পুরিয়ে যাবার আগেই চারা রোপন করতে চান কৃষকরা। এদিকে করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী আবার বাবার কাজে সহযোগিতা করছেন আমন রোপনে। এমন দৃশ্যও চোখে পড়ে মাঠজুড়ে। কৃষি অফিস সুত্রে জানাযায়, হবিগঞ্জ কৃষি অঞ্চলের ৯টি উপজেলায় চলতি মৌসুমে ৮৯ হাজার ৯১ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপন করছেন চাষীরা। এ বছর বীজতলার টার্গেট ছিলো ৩ হাজার ৯শত ৯১ হেক্টর। রোপা আমনে রোপন হয়েছে ১৯ হাজার ৫শত ২৫ হেক্টর। এছাড়া হবিগঞ্জ সদর, লাখাই ও মাধবপুর উপজেলায় রোপা আমনের বিআর ২২ এবং বিআর ২৩ বেশি রোপন করা হয়। এই তিন উপজেলায় গত বছর ১৭ হাজার ৮শত হেক্টর জমিতে বিআর ২২,বিআর ২৩ এবং স্থানীয় ধান ২ হাজার ২০০ হেক্টর আবাদ হয়েছে। তবে এবছর কোন রোগ বলাই ও প্রাকৃতিক দুর্যোগ না থাকায় শতভাগ ফসল চাষের লক্ষ্য নির্ধারন করেছে কৃষি বিভাগ। করোনার কারণে সার, বীজ উচ্চ মূল্যে ক্রয় করলেও ভালো আশা রেখে ন্যায্য দামে ধান বিক্রি করার দাবী করেন কৃষকরা। কৃষক সৈয়দ মিয়া জানান, করোনার কারণে এবছর বীজ সার দিগুন দামে কিনতে হয়েছে। ৩৬০ টাকার বীজ ৫০০ টাকায় কিনতে হয়েছে। শুধু বীজ নয় সবকিছুই দাম বাড়তি থাকায় আমাদের এবার হিমশিম খেতে হয়। সরকার যদি ধানের দাম বাড়তি দেয় তাহলে হয়তো আমরা লোকসান থেকে বেঁচে যাবো। কৃষক নাসির মিয়া জানান, অন্যান্য বছরের চেয়ে এবার শ্রমিক মজুরি বেশি দিতে হচ্ছে। কারণ হিসেবে বলেন করোনার জন্য অন্য জেলার শ্রমিক আসতে পারেনি। ৫০০ টাকার শ্রমিক এখন ১০০০ থেকে ১৫০০ টাকা দিতে হয়। তাছাড়া হালচাষও বেশি। সব মিলিয়ে আমরা তেমন লাভবান হতে পারব না। তবে সরকার ধানের ন্যায্য দাম দিলে কিছুটা লোকসান থেকে মুক্তি পাবো। হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তমিজ উদ্দিন খান বলেন, কঠোর লকডাউনের মধ্যেও আমন ধানের ব্যপক ফলনের লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষকদের সেবা দিয়ে যাচ্ছি। মাঠ পর্যায়ে থাকা আমাদের মাঠ অফিসারগণ নিয়মিতভাবে কুষকদের উৎসাহ ও পরামর্শ দিয়ে আসছেন। তিনি বলেন, প্রকৃতি সুন্দর থাকায় এবার রোপা আমনের চাষ খুব সুন্দর হয়েছে। শতভাগ আশা করছি রোপা আমন ফলনে সক্ষম হবো। দেরি হলেও মাঠ জুড়ে চলছে আমন ধানের চারা রোপনের প্রতিযোগিতা। তবে আবহাওয়া অনুকুলে থাকলে এবছর লক্ষ্য মাত্রা অর্জিত হবে বলে মনে করছেন কৃষকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com