স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য ও সাবেক সহ-সভাপতি সাংবাদিক আব্দুল বারী লস্কর এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে গতকাল সোমবার বাদ মাগরিব ক্লারে হলরুমে এ শোকসভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ এর পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন, মরহুমের বড় ভাই তবারক আলী লস্কর, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট সফিকুর রহমান চৌধুরী, মো: ফজলুর রহমান, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সায়েদুজ্জামান জাহির, ক্লাব সদস্য নুরুজ্জামান ভূইয়া মামুন, রাশেদ আহমদ খান, আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী, আব্দুল হালীম, মুজিবুর রহমান প্রমূখ। বিভিন্ন পত্রিকার এজেন্ট ঐতিহ্যবাহী বিশ্ববার্তা নিয়ে তাঁর স্মৃতিচারণ করে সাংবাদিকতা ও প্রেসক্লাবে অবদানসহ বিভিন্ন কর্মকান্ডের উপর আলোকপাত করেন বক্তারা। পরে মহান আল্লাহর নিকট বেহেস্ত নসিব ও উনার বিদেহী আতœার জন্য দোয়া করা হয়।