স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ সুমা আক্তার (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সুমা চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিমুলতলা এলাকার আফজাল মিয়ার স্ত্রী। গতকাল বুধবার (৩০ জুন) বিকেলে মোছাঃ সুমা আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ জুন) রাতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এসআই নজরুল ও এসআই জসিম উদ্দিন সহ একদল পুলিশ উপজেলার হাসপাতাল সড়ক এলাকার যাত্রী ছাউনীতে অভিযান চালিয়ে তাকেকে আটক করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) অজয় দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত সুমার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।