প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার বাজেট বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, মোঃ আবুল হাসিম, পান্না কুমার শীল, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, আলাউদ্দিন কুদ্দুছ, সাফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার, খালেদা জুয়েল ও সুমা জামান।
সভায় হবিগঞ্জ শহরের রাস্তা বা ফুটপাতে রাখা মালামাল সড়িয়ে নিতে এবং পানির লাইনে অবৈধ মটর সংযোগ নিজ দায়িত্বে বিচ্ছিন্ন করতে পৌরবাসীর প্রতি আহবান জানানো হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সভায় বক্তারা বলেন, হবিগঞ্জ শহরের বিভিন্ন রাস্তায় বা ফুটপাতে নানা ধরনের সামগ্রী দেখা যায়। এ কারণে রাস্তায় পথচারীদের চলাচলে অসুবিধা এবং শহরে যানজটের সৃষ্টি হওয়াসহ নাগরিক ভোগান্তির সৃষ্টি হয়।