স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে মাদক সেবনের অভিযোগে দুই চোরকে তিনমাসের কারাদ- দেয়া হয়েছে। তারা হলো, শায়েস্তাগঞ্জ দাউদনগর এলাকার বাসিন্দা জালাল মিয়ার পুত্র হেলাল মিয়া (২০) ও চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত জামাল মিয়ার পুত্র রাসেল মিয়া (২২)। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল মাদক বিরোধী অভিযান চালায়। তখন গাঁজা সেবনকালে ওই দুই যুবককে আটক করা হয়। পরে চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালের আদালতে হাজির করলে তাদেরকে দোষী সাব্যস্ত করে ৩ মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। বিকেলেই তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে।