রবিবার, ২৫ মে ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি চুনারুঘাটের কালেঙ্গা টিলার মাটি পাচার তারুণ্যের জনসভা সফল করতে হবিগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করণীয় শীর্ষক মতবিনিময় সভা পুকড়ায় এখনও বহাল তবিয়তে আওয়ামীলীগ সভাপতি নানু মিয়া মাধবপুর ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক ইেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ অনন্তপুরে ছিচকে চোর আটক বিয়ে স্থায়ী হয়নি ॥ ক্ষোভে ঘটককে হত্যা করলো যুবক

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ গঠনমূলক লেখনিতে হবিগঞ্জের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যায়যায়দিন

  • আপডেট টাইম রবিবার, ২০ জুন, ২০২১
  • ২৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নিরপেক্ষতা ও ন্যায়বোধের আদর্শ থেকে বিচ্যুতি ঘটেনি সময়ের সাহসী কণ্ঠস্বর দৈনিক যায়যায়দিনের। জন্মলগ্ন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে সংবাদপত্রটি। খবরের গুণগত মান ধরে রাখার ক্ষেত্রে কখনো আপস করেনি। তাই দিন দিন পাঠক প্রিয় হচ্ছে যায়যায়দিন। গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাবে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি আরও বলেন, যায়যায়দিন সত্যনিষ্ঠ নির্ভুল সংবাদ পরিবেশনে সচেষ্ট। স্বাধীন, নিরপেক্ষ, সৎ ও সাহসী সাংবাদিকতার পক্ষে যায়যায়দিনের অবস্থান জন্মলগ্ন থেকেই। গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে নারী শিশুর অধিকার, আদিবাসী ও সংখ্যালঘু অধিকারের পক্ষে সবসময় সংবাদপত্রটির অবস্থান। গঠনমূলক লেখনির মাধ্যমে হবিগঞ্জের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যায়যায়দিন। প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সভাপতিত্বে ও দৈনিক যায়যায়দিন হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ নূরুল হক কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সমাজসেবক শাহীন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ। বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, শাহ ফখরুজ্জামান, সায়েদুজ্জামান জাহির, কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, সদস্য শফিকুল আলম চৌধুরী, প্রদীপ দাশ সাগর, আশরাফুল ইসলাম কোহিনুর, শ্রীকান্ত গোপ, ফজলে রাব্বি রাসেল, রাশেদ আহমদ খান, শরীফ চৌধুরী, এসএম সুরুজ আলী, মোশাহিদ আলম, মুজিবুর রহমান ও মোঃ কাউছার আহমেদ। উপস্থিত ছিলেন ক্লাব সদস্য আব্দুল মঈন চৌধুরী টিপু, সুকান্ত গোপ, মোহাম্মদ নুর উদ্দিন, আব্দুর রউফ সেলিম, জাকারিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ ফয়সল চৌধুরী, মোঃ ছানু মিয়া, আব্দুল হালীম, এমএ আজিজ সেলিম, আজহারুল ইসলাম মুরাদ সাইফুর রহমান তারেক, মোহাম্মদ নায়েব হোসাইন। অনুষ্ঠানে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন্ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ১৬ বছরে পা রাখল যায়যায়দিন। ২০০৬ সালের ৬ জুন সাপ্তাহিক যায়যায়দিন দৈনিক হিসাবে আত্মপ্রকাশ করেছিল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com