শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ পৌরসভার ৩ বছর পূর্তি অনুষ্ঠানে এমপি আবু জাহির মেয়রের সাহসী উদ্যোগের কারনেই কোটি কোটি টাকার সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে হবিগঞ্জে স্টেকহোল্ডারগনের সমন্বয়ে বিভাগীয় কমিশনারের অবহিত করণ সভা খোশ আমদেদ মাহে রমজান কদমচাল দরবার শরীফের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাখাইয়ে ডাকাতি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৬ লন্ডনস্থ নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের ইফতার মাহফিল মাধবপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশটিভির প্রতিনিধি আমির হামযার মোটর সাইকেল চুরি বানিয়াচংয়ে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার মাহফিল

আজমিরীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরীর মৃত্যুতে শোকসভা

  • আপডেট টাইম সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ সৌলরী এস.ই.এস.ডি.পি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, মেঘনা রিভার ফোর্সের কোম্পানি কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মরহুম মোঃ ফজলুর রহমান চৌধুরীর মৃত্যু মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত শোক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোজাক্কির হোসাইন। পরিচালনা করেন স্কুলের শিক্ষক দীপংকর রায়। শোক সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী বলেন-আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া শিবপাশা সড়ক বাস্তবায়ন করতে বীর মুক্তিযোদ্ধ ফজলুর রহমান চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি সড়ক বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলেন। এছাড়া সৌলরী এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয় প্রতিষ্টায় অগ্রনী ভুমিকা পালন করেন তিনি। এ জন্য সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরীকে স্মরণীয় করে রাখতে উক্ত সড়ক ও স্কুলটি তার নামে নামকরণের জন্য দাবী জানান। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক কর্মকর্তা হায়দার আলী মৃধা। বিশেষ অতিথি ছিলেন এবিসি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান মোস্তফা, মরহুম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরীর জৈষ্ট পুত্র হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও স্কুল ম্যানেজিং কমিটির বিশিষ্ট শিক্ষানুরাগী চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ আশরাফউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা কৃষকলীগ সভাপতি আলহাজ্ব মোঃ খালেদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মর্তুজ আলী চান মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্কেল আলী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বিশিষ্ট মুরব্বী মোঃ ইছা মিয়া মাস্টার, কাকাইলছেও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, সাবেক মেম্বার হযরত আলী মিয়া, যাত্রাপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিধায়ক দেবনাথ, ম্যানেজিং কমিটির সদস্যা আতাউর মিয়া, সাবেক মেম্বার আব্দুল হেলিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের ছেলে জাবেদ চৌধুরী, ভাতিজা সোহাগ চৌধুরী, নাতি মোঃ মোছাব্বির চৌধুরী (রাব্বি), ইকবাল মিয়া, মোঃ আবুল বাশার, মুর্শেদ আলম, বিল্লাল মিয়া, পলাশ মিয়া, মনসাদ মিয়া, ছোটো মিয়া প্রমুখ। বক্তারা মরহুমের বর্নাঢ্যময় কর্মজীবনের উপর আলোচনা করেন। তার মৃত্যুকে আআজমিরিগঞ্জবাসী একজন অভিভাবক হারিয়েছেন। তার ক্ষতি পূরণ হবার নয়। বক্তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সভায় ছাত্র, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com