রবিবার, ২৫ মে ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি চুনারুঘাটের কালেঙ্গা টিলার মাটি পাচার তারুণ্যের জনসভা সফল করতে হবিগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সামাজিক-রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি করণীয় শীর্ষক মতবিনিময় সভা পুকড়ায় এখনও বহাল তবিয়তে আওয়ামীলীগ সভাপতি নানু মিয়া মাধবপুর ফতেহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক ইেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ অনন্তপুরে ছিচকে চোর আটক বিয়ে স্থায়ী হয়নি ॥ ক্ষোভে ঘটককে হত্যা করলো যুবক

রক্তে কেনা আমার স্বাধীনতা ॥ আত্মত্যাগের নিদর্শন নবীগঞ্জ গণকবর ‘স্মৃতি সৌধ’

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৪১১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ মহান স্বাধীনতাযুদ্ধে নবীগঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন প্রায় ২৮ জন মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষ। ঘটনাটি সংঘটিত হয় ১৯৭১ সালের ১৫ই আগষ্ট। ওই শহীদগণকে নবীগঞ্জ থানার সংলগ্ন তৎকালীন পরিত্যক্ত ভুমিতে মাটি চাপা দেয়া হয়। যেটা গণকবর হিসেবে পরিচিত। স্বাধীনতার ২৯ বছর পর নিহত বীর শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বর্তমান তহশীল অফিস সংলগ্ন গণকবরকে সনাক্ত করে স্মতি সৌধ নির্মাণ করা হয়। এই গণকবর স্মৃতি সৌধ নির্মাণ করেন নবীগঞ্জ পৌরসভার প্রথম পরিষদ এর চেয়ারম্যান অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী। ২০০০ সালের ২৬ মার্চ উক্ত স্মৃতি সৌধের শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও তৎকালীন এমপি জননতো দেওয়ান ফরিদ গাজী (বর্তমানে প্রয়াত)। জানা যায়, ১৯৭১ সালের ১৫ আগষ্ট গণহত্যা, ৪ ও ৫ ডিসেম্বর পর্যন্ত নবীগঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের বাহিনীর সম্মুখযুদ্ধ হয়। ইতিহাস ঐতিহ্য নিয়ে পাঠকের সামনে যথা সম্ভব বিস্তারিত ঘটনা তোলে ধরার চেষ্টা করছে বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন এর মাধ্যমে। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের সাথে আলাপকালে উঠে আসে পাকবাহিনীর বর্বর হামলার লোমহর্ষক চিত্র। ১৯৭১ সালের ১৪ আগষ্ট। নবীগঞ্জে পাকবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য ছুটে আসেন বীর মুক্তিযোদ্ধা বিধু বাবু’র নেতৃত্বে একটি টিম। ওই ভোর রাতে থানা আক্রমনের প্রস্তুতি কালে নবীগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদের ঘাটলায় জনৈক রাজাকার’কে পেয়ে গুলি করলে তিনি আহত হন। আর মুক্তিযোদ্ধারা তার মৃত্যু নিশ্চিত মনে করে স্থান ত্যাগ করেন। রাত প্রভাত হলে মুক্তিযোদ্ধারা থানা আক্রমনের কৌশল পরিবর্তন করেন। পরদিন ১৫ আগষ্ট এই ঘটনার খবর পেয়ে পাকবাহিনী হবিগঞ্জ সদর থেকে বানিয়াচং হয়ে নদী পথে নবীগঞ্জ প্রবেশ করে প্রথমেই গয়াহরি গ্রামে প্রবেশ করেন। সেখানে তারা বীর মুক্তিযোদ্ধা বাসুদেব দাশ নারায়ন (বর্তমানে প্রয়াত) বাড়িতে উঠে আক্রমন করেন। এ সময় নারায়ন দাশের ভাই বীরেন্দ্র দাশ, তার মা মহামায়া রানী দাশ ও বাড়ির কাজের ছেলেকে লক্ষ্য করে উর্পযুপুরি গুলি ছুরে পাকবাহিনী। ভাগ্যক্রমে কাজের ছেলেটি বেচেঁ গেলেও শহীদ হন মা মহামায়া রানী দাশ ও তার সন্তান বিরেন্দ্র দাশ। পরে নবীগঞ্জের থানার ঘাটে আসিয়া পাকবাহিনী প্রথমে মরহুম ডাঃ আব্দুল জব্বার সাহের পিতা সাবাজ মিয়াকে হত্যা করে। এক পর্যায়ে বাজারে উঠেই থানা সামনে স্থাপিত কালী মন্দির গুড়িয়ে দেয়। এ সময় পাকবাহিনী মন্দিরের সেবায়েতকে হত্যা করে। আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়া হয় নবীগঞ্জে ঐতিহ্যবাহী বিখ্যাত রথ। গুড়িয়ে দেয়া হয় নবীগঞ্জ জেকে হাইস্কুলের থমাল তলায় নির্মিত ভাষা শহীদ’দের স্মরনে শহীদ মিনার। ৭১ এর ১৫ আগষ্ট নবীগঞ্জের পুজার হাট ছিল। ফলে বহু লোকদের সমাগম ঘটে বাজারে। পাকিস্তানি হানাদার বাহিনী এলোপাথারী ভাবে গুলি চালায় এবং নিরীহ লোকদের ধরে নিয়ে সারিবদ্ধ ভাবে থানার পাশে বধ্যভুমিতে গুলি করে হত্যা করে এখানেরই মাটি চাপা দেয়া হয়। ওই প্রায় ২৮ জনকে গণহত্যা করা হয় বলে বেশীর ভাগ লোকজনই দাবী করেছেন। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধে নবীগঞ্জ উপজেলার প্রায় ৮২ জন নিরীহ মানুষ, মুক্তিযোদ্ধা পাকবাহিনীর হাতে শহীদ হন। তাদের আত্মত্যাগে ৬ ডিসেম্বর হানাদারমুক্ত হয় নবীগঞ্জ। এর আগে ৪ঠা ডিসেম্বর সম্মূখ যুদ্ধে শহীদ হন স্বাধীনতার বীর সেনানী মুক্তিযোদ্ধা ধ্রুব। স্বাধীনতাযুদ্ধের দীর্ঘ সময় পর বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার স্মৃতিকে জাগরত রাখতে গণকবর স্মৃতি সৌধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে নবীগঞ্জ পৌর পরিষদ। তাদের স্মৃতিরায় নবীগঞ্জ সদর তহশীল অফিস সংলগ্ন স্থানে গণকবর সনাক্ত করে ২০০০ সালের ২৬ মার্চ নির্মিত হয় ওই স্মৃতি সৌধ। যার উদ্বোধন করেন মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংঘঠক প্রাক্তন মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী এমপি। এর আগে ১৯৯৯ সালের ৩ শে আগষ্ট স্মৃতি সৌধ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন পৌর চেয়ারম্যান অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী। সেদিনের স্মৃতিচারণ করে উপরোক্ত তথ্য দিয়ে সহযোগিতা করে মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রউপ। তিনি বলেন, এই লোমহর্ষক ঘটনার বর্ণনা তাকে দিয়েছিলেন প্রয়াত মুক্তিযোদ্ধা মিহির কুমার রায় মিন্টু বাবু। তিনি বলেন ২২ আগষ্ট নবীগঞ্জে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। ১৯৭১ সালের এই দিনে সকাল ১০ টায় নবীগঞ্জের ডাকবাংলো প্রাঙ্গণে তৎকালীন ছাত্রলীগ ঢাকা মহাখালী আঞ্চলিক কমিটির সভাপতি ও ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে তিনি সঙ্গীয় ছাত্রনেতা শাহাবুদ্দিন ও কামাল আহমদসহ সহযোদ্ধাদের নিয়ে আনুষ্টানিকভাবে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। এ ব্যাপারে তিনি বলেন, তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ২৩ মার্চ (১৯৭১) সারা দেশে স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের ঘোষনা থাকায় সহপাটিসহ জাতীয় পতাকা সাথে নিয়ে নবীগঞ্জে আসি এবং মরহুম জননেতা আব্দুল আজিজ চৌধুরীর বাসভবনে বসে নবীগঞ্জে ১৯৭১ সালের ২২ মার্চ পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়া হয়। সেই অনুযায়ী নবীগঞ্জের ডাকবাংলায় পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেই ঢাকায় ফিরে যেতে হয়েছিল। ওই পতাকা উত্তোলন অনুষ্টানে তৎকালীন সময়ে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন ডাঃ নিম্বরুর রহমান চৌধুরী, আলহাজ্ব হিরা মিয়া, আব্দুস ছুবান মাষ্টার, আব্দুল হক চৌধুরী, আব্দুস ছালাম, রামদয়াল ভট্রার্চায্য, আজিজুর রহমান ছুরুক মিয়া, চারু চন্দ্র দাশ, মাষ্টার আব্দুল মতিন চৌধুরী, মিহির কুমার রায় মিন্টু ও আবু ছালেহ চৌধুরীসহ অনেক নেতৃবৃন্দ। আব্দুর রউফ বলেন, নবীগঞ্জ পৌরসভার প্রথম পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী শহীদগণের স্মরনে গণকবর স্মৃতি সৌধ নির্মাণ করে মুক্তিযোদ্ধের ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রাখায় তিনি প্রশংসার দাবী রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com