বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.এস.এম আমানুল্লাহ এর উপর হামলা শহরে জুয়ার স্পট থেকে ৮টি মোটর সাইকেল-সিএনজি জব্দ মাধবপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দ্রুত বিচার আইনে মামলা হলেও আসামী গ্রেফতার হচ্ছে না বানিয়াচঙ্গের মন্দরী গ্রাম থেকে ৯শ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ মনফর মিয়া আটক নিজামপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের কমিটি অনুমোদন নবীগঞ্জের শ্রীমতপুর গ্রামের প্রবীণ মুরুব্বি নুরুজ্জামান চৌধুরী আর নেই ॥ দাফন সম্পন্ন জেলা বিএনপির প্রস্তুতি সভায় জি কে গউছ ॥ বিএনপিকে জনগণ থেকে আলাদা করতে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত বানিয়াচঙ্গে গরু চুরি বৃদ্ধি হবিগঞ্জ শহরে বাসার ভেন্টিলেটার ভেঙ্গে চুরি

বৈদ্যুতিক তারের জঞ্জাল শহরে সৌন্দর্য্য ম্লান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে প্রবেশ করা মাত্রই স্বাগত জানাবে মাথার ওপর নুয়ে থাকা ঝুলন্ত তার। হায় রে তার। এ যেন তারের শহর। তারের গলি। তারের মেলা। রাস্তা ঘেঁষে বিদ্যুতের খুঁটি বা ল্যাম্পপোস্টে তার ঝুলতে দেখা যায়। তারের মেলা এত বেশি। তাই সেখানে বাসা বেঁধেছে কাক। তারের জঞ্জাল কাকের জন্য নিরাপদ আশ্রয় হলেও এই তার গোটা শহরের সৌন্দর্যকে ম্লান করেছে। তেমনি বাড়াচ্ছে নিরাপত্তা ঝুঁকিও। যদিও তার নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা, সমালোচনা চললেও বিহিত করারও প্রস্তুতি নেই। কিস্তু এর বাস্তবায়ন দেখা মিলছে না।
শহরের শায়েস্তানগর, বেবিষ্ট্যান্ড, সার্কিট হাউজ সড়ক, হাসপাতাল সড়ক, তিনকোনা পুকুরপাড়, সিনেমা হল, টাউন হল সড়ক, খাঁজা গার্ডেন সিটি সংলগ্ন, পুরান মুন্সেফী, সাবেক রূপালী ব্যাংক সড়ক, বদিউজ্জামান খান সড়ক, ডাকঘর সড়কসহ বিভিন্ন এলাকাতে এরকম চিত্র দেখা গেছে। দেখে মনে হয় নাগরিক জীবন ঘেরা বৈদ্যুতিক তারে। সব খানেই তার আর তার। সচেতন মহলের প্রশ্ন হলো, মাটির ওপর এত কিসের তার? এর জবাবইবা কি। অনুসন্ধানে দেখা গেছে, অনুমোদনহীন তারের সংখ্যা সবচেয়ে বেশি। বিদ্যুতের খুঁটিতে যে যার ইচ্ছেমতো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় তার ঝুলিয়ে দিচ্ছেন। এ নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই। একের পর এক তারে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এ নিয়ে মাথা ঘামানোরও কেউ নেই। এটা কেমন কথা। এজন্য আছে পৌর কর্তৃপক্ষ। আছে বিদ্যুত বিভাগ, পুলিশ, মোবাইল কোর্টসহ পরিবেশ অধিদফতর। কারো চোখেই কি এরকম অরাজকতা পড়ে না। হয়ত পড়ে। কিন্তু কেউই এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অগ্নিকা-সহ বিদ্যুতের তার ছিড়ে পড়ে সৃষ্টি হচ্ছে সমস্যা।
এরকম পরিস্থিতিতে শহরকেই দ্রুত তারের জঞ্জালমুক্ত করা জরুরী হয়ে পড়েছে। তা না হলে অগ্নিকান্ডের আশঙ্কার পাশাপাশি মানুষের মৃত্যুঝুঁকি থেকেই যাবে। তাছাড়া পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে ঝুলন্ত তার অপসারণের বিকল্প নেই বলেও মনে করেন তারা।
এ বিষয়ে হবিগঞ্জ বিদ্যুত বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, বিষয়টি শুনেছি, সরেজমিনে ঘুরে পর্যালোচনা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com